TRENDING:

Shantipur Station: অমৃত ভারত প্রকল্পের আওতায় সম্পূর্ণ বদলে যাবে শান্তিপুর স্টেশন

Last Updated:

দ্রুত গতিতে বদলে যাবে অমৃত ভারত প্রকল্পে এই স্টেশন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, শান্তিপুর: শান্তিপুর রেল স্টেশনের পুনর্বিকাশ করা হবে৷ পূর্ব রেলের তরফে এই উদ্যোগ গ্রহণ করা হল ৷ কেন্দ্রীয় সরকার অমৃত ভারত স্টেশন প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশনে কার্যকল্পের আমুল পরিবর্তন আনতে  চলেছে, যার মধ্যে শান্তিপুর একটি অন্যতম স্টেশন। আগামী দিনে আজকের শান্তিপুর স্টেশন আমুল  বদলে যাচ্ছে এবং ভবিষ্যতের পরিকল্পিত শান্তিপুর স্টেশনের মধ্যে যে বিপুল পার্থক্য থাকবে, তা বাংলার মানুষের জন্য লাভজনক। এই পরিবর্তন যজ্ঞের জন্য শান্তিপুর স্টেশনের ক্ষেত্রে মোট বিনিয়োগ হবে ৭.৫৪ কোটি টাকা।
বদলে যাবে শান্তিপুর স্টেশন
বদলে যাবে শান্তিপুর স্টেশন
advertisement

পরিবর্তনের পরবর্তীকালে দেখা যাবে, শান্তিপুর স্টেশনকে এক সম্পূর্ণ অন্য নূতন আঙ্গিকে।  এই স্টেশনে হবে নতুন সম্মুখভাগ, চলাচলের জায়গা এবং পরিচালন এলাকার উন্নতি, প্ল্যাটফর্মের উপরিতল গ্রানাইট দ্বারা বাধানো, এসি ওয়েটিং হল, বেঞ্চ, টয়লেট, ডাস্টবিন, ডিসপ্লে বোর্ড, সাইনবোর্ড, আলো, ফ্যান এবং শক্তি সংরক্ষণের জন্য সোলার প্যানেল।

আরও পড়ুন- আজ থেকেই মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির পূর্বাভাস, সরস্বতী পুজোর দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত চার জেলায়!

advertisement

শান্তিপুর তাঁতশিল্পের জন্য বিখ্যাত।  স্টেশনের ‘ওয়ান স্টেশন ওয়ান প্রডাক্ট’ স্টলগুলিকে ব্যবহার করে স্থানীয় কারিগর এবং শিল্পীরা তাদের উৎপন্ন পণ্যদ্ৰব্য বৃহত্তর বাজারে যেমন নিয়ে যেতে পারবে তেমনি ওই সমস্ত এলাকার আর্থিক বিকাশ ঘটবে।

এই উন্নত পরিকাঠামোর ফলে, শান্তিপুর স্টেশন কেবলমাত্র যাত্রী পরিষেবাকেন্দ্রই নয়, ভবিষ্যতে একটি ব্যবসায়িক তথা অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও গড়ে উঠবে যা দেশের আর্থিক বিকাশ ঘটাতে সাহায্য করবে।  এই উন্নতিবিধানের কাজের গতি  দ্রুততর করতে পূর্ব রেলের সমস্ত স্তরে এর পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে যত শীঘ্র সম্ভব এই উন্নতমানের স্টেশনের বাস্তবায়ন করা যায়।

advertisement

আরও পড়ুন– বিশ্বের সবচেয়ে ‘মোটা’ দেশ ! এই ৫ দেশের মানুষদের গড় ওজন ১০০ কেজি, ডায়েট-ব্যায়াম নিয়ে মাথা ঘামায় না কেউ

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই প্রকল্পটি রেল পরিকাঠামো উন্নয়নে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। এটি যাত্রীদের উন্নতমানের রেলযাত্রার অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে কাজ করছে।  শান্তিপুর স্টেশনের পুনর্নির্মাণ ভারতীয় রেলওয়ের উন্নয়নে একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, অমৃত ভারত স্টেশনে একাধিক কাজ হচ্ছে৷ বিভিন্ন স্টেশনকে কার্যত বিমানবন্দরের ধাঁচে গড়ে তোলা হচ্ছে ৷  আগামী দিনে সম্পূর্ণ বদলে যাবে শান্তিপুরের চেহারা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shantipur Station: অমৃত ভারত প্রকল্পের আওতায় সম্পূর্ণ বদলে যাবে শান্তিপুর স্টেশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল