World's Fattest Country: বিশ্বের সবচেয়ে ‘মোটা’ দেশ ! এই ৫ দেশের মানুষদের গড় ওজন ১০০ কেজি, ডায়েট-ব্যায়াম নিয়ে মাথা ঘামায় না কেউ
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
World's Fattest Country: ১৯৫টি দেশের উপর সমীক্ষা চালিয়ে এই তথ্য প্রকাশ করেছে ‘আওয়ার ওয়ার্ল্ড’। বডি মাস ইনডেক্সের উপর ভিত্তি করে ১৯৭৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত ১২৮.৯ মিলিয়ন মানুষের উপর সমীক্ষা চালানো হয়।
এই দেশের বেশিরভাগ মানুষই ‘মোটা’। সেটাই তাদের মুকুটে জুড়েছে বিশ্বের ‘ফ্যাটেস্ট কান্ট্রি’র শিরোপা। না, একটা দেশ নয়, বিশ্বের বেশ কয়েকটি দেশ রয়েছে যেখানকার সাধারণ মানুষের গড় ওজন ১০০ কেজি বা তার বেশি। ১৯৫টি দেশের উপর সমীক্ষা চালিয়ে এই তথ্য প্রকাশ করে ‘আওয়ার ওয়ার্ল্ড’। বডি মাস ইনডেক্সের উপর ভিত্তি করে ১৯৭৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত ১২৮.৯ মিলিয়ন মানুষের উপর সমীক্ষা চালানো হয়। তারপর এই পরিসংখ্যান প্রকাশ করে তারা।
advertisement
নাউরু (Nauru): প্রশান্ত মহাসাগরের একটি ক্ষুদ্র দ্বীপ নাউরু। এদেশের ১০ জনের মধ্যে ৯ জন স্থূলতার শিকার। গড় ওজন ১০০ কেজি। এই দ্বীপে শুধু মাত্র ফসফেট চাষ হয়। তাই পশ্চিমি দেশগুলো থেকে আমদানি করতে হয় খাবারদাবার। ফলে এখানকার বাসিন্দাদের প্রক্রিয়াজাত খাবারের প্রতি ঝোঁক বেশি। এটা স্থূলতার অন্যতম কারণ হতে পারে। Photo Courtesy: Wikipedia
advertisement
পালাউ (Palau): প্রশান্ত মহাসাগরের ৫০০টি দ্বীপ নিয়ে তৈরি দ্বীপপুঞ্জ হল পালাউ। এ দেশের মোট জনসংখ্যার ৮৫.১ শতাংশ স্থূলতার শিকার। বিশ্বের দ্বিতীয় ‘ফ্যাটেস্ট কান্ট্রি’। এখানকার মানুষের স্থূলতার অন্যতম কারণ খাদ্য বা পুষ্টির পরিবর্তন। কারণ বেশিরভাগ খাবারই আমদানি করা, যাতে চর্বি এবং নুনের পরিমাণ অত্যন্ত বেশি।
advertisement
কুক আইল্যান্ড (Cook Islands): ফ্যাটেস্ট কান্ট্রির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কুক আইল্যান্ড। এ দেশের অর্থনীতি পর্যটনের উপর নির্ভরশীল। চোখজুড়ানো সমুদ্র সৈকত এবং আগ্নেয়গিরি দেখতে দূরদূরান্ত থেকে পর্যটকরা এখানে ভিড় জমান। কিন্তু এখানকার ৮৪.৭ শতাংশ মানুষ স্থূলতায় আক্রান্ত। সুষম খাদ্য, ব্যায়াম এবং স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে কেউ মাথা ঘামায় না।
advertisement
মার্শাল আইল্যান্ড (Marshall Islands): তালিকার চতুর্থ স্থানে রয়েছে মার্শাল আইল্যান্ড। এখানকার ৮৩.৫ শতাংশ মানুষ স্থূলতায় ভুগছেন। প্রাপ্তবয়স্ক তরুণদের গড় ওজন প্রায় ৯৫ কেজি। হাওয়াই এবং ফিলিপিন্সের ঠিক মাঝখানে প্রশান্ত মহাসাগরের আরেকটি দ্বীপ হল মার্শাল আইল্যান্ড। এখানকার অধিবাসীরাও প্রক্রিয়াজাত আমদানিকৃত খাবারের উপরই নির্ভর করেন। (Representative Image)
advertisement