প্রায় ২০০ পরিবারের বসবাস এই এলাকায়। যেখানে গ্রামের একমাত্র প্রধান রাস্তা প্রায় অর্ধ কিলোমিটার লম্বা ও ২৫ ফুট চওড়া। একসময় গ্রামে ঢোকা মাঠ থেকে ফসল আনার প্রধান পথ এটাই ছিল। যেখানে ট্রাক্টরসহ বিভিন্ন চার চাকা গাড়ি যাতায়াত করত। কিন্তু বর্তমানে সেই রাস্তা গর্তে ভরা এবং অধিকাংশ অংশেই জল জমে রয়েছে। ফলে স্থানীয়রা বাধ্য হয়ে একে অপরের বাড়ির আঙিনা দিয়ে চলাচল করছেন। অভিযোগ উঠেছে সরকারি রাস্তা দখল হয়ে যাওয়ারও।
advertisement
আরও পড়ুন : সন্ধে নামার আগেই শেষ হয়ে যেত পুজো, মন্দিরে আসত দক্ষিণরায়! এখনও ‘অরণ্য দেবী’ হয়ে সুন্দরবনে পুজো পান কালী
গ্রামবাসীদের অভিযোগ, বিষয়টি বহুবার স্থানীয় দুই পঞ্চায়েত সদস্যকে জানানো হয়েছে। কয়েকবার অস্থায়ীভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা করলেও, আজও স্থায়ী সমাধান হয়নি। ফলে প্রতিদিনই ভোগান্তি বাড়ছে এলাকাবাসীর। তবে সরকারি প্রকল্পের কথা যে নাগরিকরা জানেন না, তা তিনি স্বীকার করেই বলেন পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদকে জানানো হয়েছে। আশা করি খুব শীঘ্রই হবে। তবে শুধুমাত্র বুথে এই কাজ নয়, পিছিয়ে পড়া এই অঞ্চলে অনেক কাজই বাকি রয়েছে। তাই বহু ব্যয়বহুল রাস্তার কাজ এই প্রকল্পে করা হচ্ছে না।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে, রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প ‘আমার পাড়া, আমার সমাধান’ চালু হলেও, সাহেবডাঙ্গার মানুষ এখনও প্রকল্পটির বিষয়ে পর্যাপ্ত ধারণা পাননি। তাদের বক্তব্য, “আমরা জানি আমাদের মেম্বারকে জানালেই হবে, তিনিই সরকারের কাছে বিষয়টা পৌঁছে দেবেন।” গ্রামের তিনটি বুথ এলাকায় ছড়িয়ে থাকা পরিবারগুলি এখন চাইছেন, দ্রুত রাস্তাটি সংস্কার করা হোক এবং জল নিকাশের স্থায়ী ব্যবস্থা করা হোক। এলাকাবাসীর অভিযোগ, বর্ষা গেলেও রাস্তার গর্ত ও জলজমা এখন নিত্যসঙ্গী।
আরও পড়ুন : এখানে গেলে দেখতে পাবেন দেবীর শিরা, ধমনী সহ কঙ্কালসার রূপ! পুজো হয় উগ্র চামুন্ডা মতে
তাঁদের আক্ষেপ, প্রতিশ্রুতি অনেক, কিন্তু কাজের ফল মিলছে না। এখন তাঁদের একটাই দাবি, দ্রুত আমাদের গ্রামেও আসুক উন্নয়নের ছোঁয়া। যদিও এই ঘটনা স্বীকার করে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো। তিনি জানাচ্ছেন পঞ্চায়েতে অত টাকার ফান্ড নেই। না হলে পঞ্চায়েত থেকে রাস্তা তৈরি করা হত। যদিও বিষয়টি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদকে জানানো রয়েছে। তবে সেটা কতদিনে হবে, সেটা তাঁরও জানা নেই। তবে তিনি আশ্বাস দিয়েছেন, যাতে দ্রুত সমস্যার সমাধান, সেই বিষয়টি তিনি দেখবেন।