খড়গ্রাম ব্লকের পদমকান্দী অঙ্চলের সর্বমঙ্গলাপুর, কাদিপুর ও ঝাঁঝড়া এই তিনটি গ্রাম নতুন করে প্লাবিত হওয়ায় গৃহবন্দি হয়ে পড়েছেন এই তিনটি গ্রামের মানুষ। যাতায়াতের রাস্তা থেকে চাষের জমি এমন কি বাড়ির উঠানেও হাঁটুজল। গ্রামবাসীদের কথা মাথায় রেখে তাদের সমস্যা সমাধানে বন্যা পরিদর্শনে গেলেন খড়গ্রামের বিডিও মিলনি দাস ও খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার।
advertisement
তিনি জলবন্দি এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রদান করেন। গ্রামবাসীদের নিরাপদ স্থানে থাকা ও গোটা বিষয় নিয়ে ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার কথা বলেন বিডিও। এই তিনটি গ্রাম ছাড়াও ও ঝিল্লী অঞ্চলের বাজিতপুরে ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে কোপাই নদীর জলস্তর বৃদ্ধি হতেই এবার জলমগ্ন হয়ে বন্যা পরিস্থিতি তৈরি হল মুর্শিদাবাদের বড়ঞাতে। বড়ঞা ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের সোনাভারুই গ্রামে জলস্তর বৃদ্ধি হতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সোনা ভারুই গ্রামের একাধিক বাড়ি-ঘর ইতি মধ্যেই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে জল পেরিয়ে যেতে হচ্ছে বিভিন্ন কাজে গ্রামের বাসিন্দাদের। ইতিমধ্যেই বন্যার আশঙ্কা তৈরি হতেই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন অনেকেই। যদিও গ্রামে ত্রাণ সামগ্রী পৌঁছনোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকেই।