'২০০ গ্রাম ডালে ৫০ পড়ুয়া, বাসি সবজি, ডিমেও কারচুপি'! শিশুদের খাবার নিয়ে মারাত্মক কাণ্ড, অঙ্গনওয়ারি কেন্দ্র ঘেরাও অভিভাবকদের
- Published by:Madhab Das
- local18
Last Updated:
শিশুদের দিনের পর দিন অতি নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখাল অভিভাবক অভিভাবিকা ও গ্রামবাসীরা।
বীরসিংহপুর, পশ্চিম মেদিনীপুরের, শোভন দাস: শিশুদের দিনের পর দিন অতি নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখাল অভিভাবক অভিভাবিকা ও গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে, মেদিনীপুর সদর ব্লকের বীরসিংহপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। পড়ুয়াদের অভিভাবক অভিভাবিকাদের অভিযোগ, এই কেন্দ্রে দিনের পর দিন পড়ুয়াদের অতি নিম্নমানের খাবার দেওয়া হয়। বারবার কেন্দ্রের শিক্ষিকাকে জানিয়েও কোন লাভ হয়নি। তাই এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
নাজিরা বিবি সহ অন্যান্য অভিভাবক অভিভাবকদের অভিযোগ, ২০০ গ্রাম ডালে ৫০ জন পড়ুয়াকে চালানো হয়। ডালে জল ছাড়া কিছু খুঁজে পাওয়া যায় না। আবার ডিম দেওয়া নিয়েও রয়েছে কারচুপি। শাক সবজির ক্ষেত্রেও বাসি খাবার দেওয়া হয়।
advertisement
advertisement
যদিও অভিভাবকদের অভিযোগ মানতে নারাজ পশ্চিম মেদিনীপুরের ওই কেন্দ্রের শিক্ষিকা। সরকারি নিয়ম মেনে বাচ্চাদের জন্য খাবার তৈরি করা হয় এবং সেই খাবার দেওয়া হয় বলে দাবি তার। শিক্ষিকা সুমনা রায় মন্ডল দাবি করেছেন, নিয়ম মেনে তিনি খাবার দিয়ে থাকেন। যেদিন গোটা ডিম সেই দিন গোটা ডিম দেওয়া হয়, যেদিন অর্ধেক সেদিন অর্ধেক। খুদে পড়ুয়াদের খাবার নিয়ে কখনওই কোনরকম কারচুপি করা হয় না।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার। তিনি অভিভাবকদের অভিযোগ শোনেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এখন দেখার বিষয় আগামিদিনে ওই অঙ্গনওয়ারি কেন্দ্রের সমস্যার সমাধান হয় কিনা। দেখার বিষয় এলাকার বাসিন্দারা কেন্দ্রের কাজকর্ম নিয়ে সন্তুষ্ট হন কিনা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 06, 2025 3:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'২০০ গ্রাম ডালে ৫০ পড়ুয়া, বাসি সবজি, ডিমেও কারচুপি'! শিশুদের খাবার নিয়ে মারাত্মক কাণ্ড, অঙ্গনওয়ারি কেন্দ্র ঘেরাও অভিভাবকদের