অতিবৃষ্টিতে শুধু সবজি চাষিরা নন, চাপে এঁরাও! কীভাবে দিন কাটবে, বাড়ছে চিন্তা

Last Updated:

প্রায় দু'মাস ধরে চলছে বর্ষা, কখনও ভারি, কখনও অতি ভারী, আবার কখনও মাঝারি বৃষ্টির ফলে জলমগ্ন স্বরূপনগরের বিস্তীর্ণ এলাকা।

মাছ চাষে ক্ষতি
মাছ চাষে ক্ষতি
স্বরূপনগর , উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: প্রায় দু’মাস ধরে চলছে বর্ষা, কখনও ভারি, কখনও অতি ভারী, আবার কখনও মাঝারি বৃষ্টির ফলে জলমগ্ন স্বরূপনগরের বিস্তীর্ণ এলাকা। সাধারণ মানুষ পড়েছেন জল যন্ত্রণায়, সেই সঙ্গে সঙ্গে অধিকাংশ মাছের ভেড়ি অতি বর্ষার কারণে ডুবে গেছে যার কারণে ব্যাপক ক্ষতির মুখে স্বরূপনগরের মাছ চাষিরা। এদের মধ্যে কোনও কোনও মাছ চাষি ঋণ দেনা করে মাছ চাষ করেছিলেন। অনেকেই এখন রীতিমত চিন্তিত যে তারা কীভাবে সেই ঋণ শোধ করবেন।
কম বৃষ্টি একদিকে যেমন চাষাবাদ থেকে শুরু করে সবকিছুতেই সমস্যা তৈরি করে, ঠিক সেই রকমই অতিবৃষ্টিও কতটা সমস্যা তৈরি করে তা হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে চলতি বছর। কারণ এই বছর বৃষ্টি থামার নামগন্ধই নেই।
advertisement
advertisement
অতিবৃষ্টির কারণে একদিকে যেমন মাঠের ফসল নষ্ট হচ্ছে, ঠিক সেই রকমই আবার বহু জায়গাতে মাছের ভেড়ি জলে ডুবে গিয়েছে। মাছের ভেড়ি জলে ডুবে যাওয়ার মত ঘটনা এবার উত্তর ২৪ পরগনাতেও
advertisement
উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বহু বাসিন্দা রয়েছেন যারা মাছ চাষ করেই তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। এমন পরিস্থিতিতে ওই সকল মানুষদের মাছের ভেড়ি ডুবে যাওয়ায় তাদের আগামীদিন কীভাবে চলবে তা নিয়ে তারা সংশয়ের মধ্যে রয়েছেন। পাশাপাশি এই সংশয় এবং চিন্তা আরও বাড়িয়েছে ব্যাঙ্ক অথবা মহাজনদের থেকে নেওয়া ঋণ। ঋণ শোধের পাশাপাশি তাদের চিন্তা সংসারের হাল ধরা নিয়েও। এখন দেখার বিষয় এই সমস্ত মাছচাষিদের পাশে সরকার দাঁড়ায় কিনা!
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অতিবৃষ্টিতে শুধু সবজি চাষিরা নন, চাপে এঁরাও! কীভাবে দিন কাটবে, বাড়ছে চিন্তা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement