শুধু ব্যারেজে নয়, আবেগেও! সিউড়ির আইকন তিলপাড়া জলাধারের ফাটল কাঁদাচ্ছে শহরকে, মন খারাপ সবার...

Last Updated:

বীরভূমের অন্যতম প্রাকৃতিক আকর্ষণ ও নস্টালজিয়ার কেন্দ্রস্থল তিলপাড়া ব্যারেজ এখন শুধুই স্মৃতি জাগানো স্থান। মন খারাপ শহরের বাসিন্দাদের

+
তিলপাড়া

তিলপাড়া ব্যারেজ

সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমের অন্যতম প্রাকৃতিক আকর্ষণ ও নস্টালজিয়ার কেন্দ্রস্থল তিলপাড়া ব্যারেজ এখন শুধুই স্মৃতি জাগানো স্থান। জলের শব্দ, পাখির কিচিরমিচির, আর প্রাকৃতিক বাতাসের মধ্যে যে ব্যারেজ ছিল শহরবাসীর বিকেলের অবকাশের সেরা গন্তব্য, সেখানে এখন শুধুই আতঙ্ক আর নিষেধাজ্ঞার ছায়া। প্রায় ৭০ বছর আগে তৈরি হওয়া এই ব্যারেজটি বীরভূমের সদর শহর সিউড়ি যাওয়ার পথে অবস্থিত। জেলার এক ঐতিহ্যবাহী স্থাপত্য হিসেবে পরিচিত এই তিলপাড়া ব্যারেজে সম্প্রতি একাধিক ফাটল দেখা দেওয়ায় চিন্তায় পড়েছেন স্থানীয়রা।
শুক্রবার সন্ধ্যা থেকে জেলা প্রশাসনের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য ব্যারেজে ভারী যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আপাতত শুধুমাত্র ছোট চারচাকা ও মোটরবাইক চলাচলের অনুমতি রয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, ব্যারেজের নিচের অংশ থেকে বালি ও মাটি সরে যাওয়ায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। এতে ব্যারেজের গঠন দুর্বল হয়ে পড়েছে।
advertisement
advertisement
যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের সমস্যায় দিন কাটছে এই নিষেধাজ্ঞার জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। বীরভূমের তিলপাড়া ব্যারেজ পথেই প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। ভারী গাড়ি চলাচল বন্ধ হওয়ায় ঘুরপথে যেতে হচ্ছে, বেড়েছে সময় ও খরচ। এর পাশাপাশি ব্যারেজের উপর ঘোরাঘুরি, ছবি তোলা, আড্ডা, সবই যেন অতীত হতে বসেছে। কোথায় যেন হারিয়ে যাচ্ছে ব্যারেজের সেই পুরনো সৌন্দর্য, প্রাণচাঞ্চল্য।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কলেজ ছাত্রী শম্পা মজুমদার বলেন, “ছেলেবেলা থেকে আমরা বন্ধুদের সঙ্গে এই ব্রিজে এসে ছবি তুলতাম, ভিডিও বানাতাম। এখনও আসি মাঝে মাঝে। কিন্তু শুনছি যে ফাটল ধরেছে। খুব ভয় লাগছে। যদি বড়সড় দুর্ঘটনা ঘটে যায়? আমাদের একটাই অনুরোধ, প্রশাসন যেন দ্রুত ব্যারেজ মেরামত করে।” স্থানীয় ব্যবসায়ী, অটোচালক, স্কুলছাত্রী, বৃদ্ধ-বৃদ্ধা সকলেই ব্যারেজ সংস্কারের কাজ দ্রুত শেষ করার দাবিতে এককাট্টা। তিলপাড়া ব্যারেজ শুধু যোগাযোগের পথ নয়, এটি বীরভূমবাসীর আবেগ, স্মৃতি ও গর্ব।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শুধু ব্যারেজে নয়, আবেগেও! সিউড়ির আইকন তিলপাড়া জলাধারের ফাটল কাঁদাচ্ছে শহরকে, মন খারাপ সবার...
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement