দাম রইল না 'NO DUE Certificate' -এর! কেন জানেন? লোন নিয়ে আকাশ থেকে পড়ার মত ঘটনা বীরভূমে

Last Updated:

অবাক কান্ড বীরভূমে! ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার পর মিলেছে লোন শোধ করার পর মিলেছে NO DUE Certificate, কিন্তু তারপরেও লোন শোধ না করার ব্যাঙ্কের চিঠি বাড়িতে।

NO DUE Certificate হাতে ব্যাঙ্ক লোন শোধ করা গ্রাহকরা
NO DUE Certificate হাতে ব্যাঙ্ক লোন শোধ করা গ্রাহকরা
সিউড়ি, বীরভূম, সুপ্রতিম দাস: অবাক কান্ড বীরভূমে! ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার পর মিলেছে লোন শোধ করার পর মিলেছে NO DUE Certificate, কিন্তু তারপরেও লোন শোধ না করার ব্যাঙ্কের চিঠি বাড়িতে। ব্যাঙ্কের থেকে থানাতে লোন না শোধ করার অভিযোগ থানাতে। প্রায় ৩০ থেকে ৪০ জন গ্রাহকদের সঙ্গে ঘটেছে এই ঘটনা। ঘটনা বীরভূমের সিউড়ির পুরন্দরপুরের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের।
জানা গিয়েছে, ২০২২ ও ২০২৪ সালে ওই ব্যাঙ্ক থেকে বেশ কিছু গ্রাহক বিভিন্ন ক্ষেত্রে ওই ব্যাঙ্ক থেকে বিভিন্ন অঙ্কের লোন নেন। কেউ ব্যাবসায়িক লোন নেন, তো কেউ নেন হোম লোন। তারা টাকাও পরিশোধ করে দেন কিস্তির। তাদের মধ্যে অনেকেই No Due Certificate ও পেয়ে যান। কিন্তু ইতিমধ্যেই তাদের নামে বাড়িতে পৌঁছেছে লোনের টাকা শোধ না করার ব্যাঙ্কের চিঠি।
advertisement
advertisement
ইতিমধ্যেই সিউড়ি থানার অভিযোগও দায়ের হয়েছে তাদের নামে। গ্রাহকরা ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন আসল সত্য। ওই সময় ওই ব্যাঙ্কের যিনি ম্যানেজার ছিলেন তার কীর্তি। লোনের টাকা গ্রাহকদের কাছে পৌঁছলেও, কিস্তির টাকা ঢুকেছে ভুয়ো অ্যাকাউন্টে। অ্যাকাউন্ট জালিয়াতি করে ওই সমস্ত গ্রাহকদের কিস্তির টাকা আত্মসাৎ করেছন তৎকালীন ম্যানেজার। প্রায় কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি।
advertisement
শুধু তাই নয়, পাশাপাশি গ্রাহকদের দিয়েছেন ভুয়ো No Due Certificate। ইতিমধ্যেই ওই ব্যাঙ্কের শিলিগুড়ি জোনাল অফিস থেকে ওই ম্যানেজারের নামে FIR করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ব্যাঙ্ক। কী একই গ্রাহকের নামে শ্যাডো অ্যাকাউন্টের ঘটনা নজরে আসে রিজার্ভ ব্যাঙ্কের সিস্টেমে। শ্যাডো অ্যাকাউন্ট বন্ধও করা হয়, কিন্তু ততদিনে কিস্তির পুরো টাকাটাই ওই ম্যানেজার আত্মসাৎ করে দিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দাম রইল না 'NO DUE Certificate' -এর! কেন জানেন? লোন নিয়ে আকাশ থেকে পড়ার মত ঘটনা বীরভূমে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement