ডিম-মাংসেই রোজগারের রসদ! আত্মবিশ্বাসে ভরপুর পাটকাটা কলোনি

Last Updated:
এই মুরগির ছানাগুলোই আমাদের ভবিষ্যৎ বলছেন গ্রাহকরা। উপস্থিত সকলের মুখে একটাই কথা—"আগে ভাবতাম, আমাদের কিছুই হবে না। এখন মনে হচ্ছে, ছোট পরিসরেই অনেক কিছু করা সম্ভব।”
1/5
মুরগি প্রতিপালন করেই হবে লক্ষীলাভ! রাজ্য সরকারের নয়া প্রকল্পে খুশি সেলফি গ্রুপের সদস্যরা। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাটকাটা কলোনি এলাকার সেলফ হেল্প গ্রুপের সদস্যদের হাতে তুলে দেওয়া হল ১০টি করে মুরগির ছানা।
মুরগি প্রতিপালন করেই হবে লক্ষীলাভ! রাজ্য সরকারের নয়া প্রকল্পে খুশি সেলফি গ্রুপের সদস্যরা। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাটকাটা কলোনি এলাকার সেলফ হেল্প গ্রুপের সদস্যদের হাতে তুলে দেওয়া হল ১০টি করে মুরগির ছানা।
advertisement
2/5
রাজ্য সরকারের প্রাণিসম্পদ বিকাশ দফতরের উদ্যোগ।জলপাইগুড়ি জেলার ২৭০ জন মহিলাকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। Animal Resource Development Department-এর এই প্রকল্পের মূল লক্ষ্য, গ্রামীণ পরিবারের আর্থিক উন্নয়ন। ডিম ও মাংস বিক্রির মাধ্যমে ঘর থেকেই বাড়তি উপার্জনের সুযোগ।
রাজ্য সরকারের প্রাণিসম্পদ বিকাশ দফতরের উদ্যোগ। জলপাইগুড়ি জেলার ২৭০ জন মহিলাকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। Animal Resource Development Department-এর এই প্রকল্পের মূল লক্ষ্য, গ্রামীণ পরিবারের আর্থিক উন্নয়ন। ডিম ও মাংস বিক্রির মাধ্যমে ঘর থেকেই বাড়তি উপার্জনের সুযোগ।
advertisement
3/5
সেলফ হেল্প গ্রুপের মহিলারাও এখন উদ্যোক্তা হওয়ার পথে। এই মুরগি পালনের মাধ্যমে ডিম উৎপাদন ও বাজারে বিক্রি করে তারা গড়ে তুলতে পারেন ক্ষুদ্র ব্যবসা। সরকারের প্রশিক্ষণ ও সমর্থনে গ্রামীণ নারীরা কেবল স্বনির্ভর হচ্ছেন না, বরং অন্যদের জন্যও তৈরি করছেন রোল মডেল।
সেলফ হেল্প গ্রুপের মহিলারাও এখন উদ্যোক্তা হওয়ার পথে। এই মুরগি পালনের মাধ্যমে ডিম উৎপাদন ও বাজারে বিক্রি করে তারা গড়ে তুলতে পারেন ক্ষুদ্র ব্যবসা। সরকারের প্রশিক্ষণ ও সমর্থনে গ্রামীণ নারীরা কেবল স্বনির্ভর হচ্ছেন না, বরং অন্যদের জন্যও তৈরি করছেন রোল মডেল।
advertisement
4/5
পাটকাটা কলোনি এখন গৃহপালিত খামারের সম্ভাবনার নতুন ঠিকানা আজকের এই মুরগি বিতরণ অনুষ্ঠান শুধু একটি সরকারি প্রকল্প নয়, বরং পাটকাটা কলোনিকে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরল। ছোট ছোট উঠোনে এখন নতুন স্বপ্ন।
পাটকাটা কলোনি এখন গৃহপালিত খামারের সম্ভাবনার নতুন ঠিকানাআজকের এই মুরগি বিতরণ অনুষ্ঠান শুধু একটি সরকারি প্রকল্প নয়, বরং পাটকাটা কলোনিকে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরল। ছোট ছোট উঠোনে এখন নতুন স্বপ্ন।
advertisement
5/5
এই মুরগির ছানাগুলোই আমাদের ভবিষ্যৎ বলছেন গ্রাহকরা। উপস্থিত সকলের মুখে একটাই কথা—
এই মুরগির ছানাগুলোই আমাদের ভবিষ্যৎ বলছেন গ্রাহকরা। উপস্থিত সকলের মুখে একটাই কথা—"আগে ভাবতাম, আমাদের কিছুই হবে না। এখন মনে হচ্ছে, ছোট পরিসরেই অনেক কিছু করা সম্ভব।” এই প্রকল্প শুধু মুরগি দেয়নি, দিয়েছে আত্মবিশ্বাস, দিয়েছে ঘুরে দাঁড়াবার সাহস।
advertisement
advertisement
advertisement