শিল্পাঞ্চলের একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। আবার একাধিক রাস্তা যানজট এড়ানোর জন্য খোলা থাকছে। জেনে নিন কবে কোন রাস্তা ঠিক কতক্ষণের জন্য বন্ধ থাকবে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
advertisement
কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, কিছু রাস্তায় প্রতিদিন বিকেল ৪টা থেকে ভোর ৪টা পর্যন্ত যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে-
১. বেনাচিতি ভিড়িঙ্গি মোড় থেকে প্রান্তিকা মোড়।
২. সিটি সেন্টারে রিকল পার্ক মোড় থেকে সিটি রেসিডেন্সি মোড়।
৩. ডিএসপি টাউনশিপে চণ্ডীদাস মোড় থেকে নিউটন মোড়।
৪. ভিড়িঙ্গি মোড় সার্ভিস রোড।
৫. এমএমএসি বি-১ মোড় থেকে ফুলঝোড় মোড়।
৬. স্টিল পার্ক মোড় থেকে ফুলঝোড় মোড়, বিধাননগরে রাম সীতা মন্দির মোড় থেকে ডিডিএ মার্কেট মোড়।
৭. ইউরি গাগারিন পথ মোড় থেকে সেক্টর ২সি গ্রাউন্ড।
৮. কাঁকসায় পানাগড় মোড় থেকে পানাগড় রেলগেট পর্যন্ত রাস্তা।
শহরের ভিতরে বাস চলাচলেও কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, সন্ধ্যার পর বাস চলবে না এমন রুটগুলি হল-
১. সরকারি কলেজ (দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ) থেকে স্টিল পার্ক মোড়।
২. ভিড়িঙ্গি মোড় থেকে প্রান্তিকা বাসস্ট্যান্ড।
৩. ১৯ নম্বর জাতীয় সড়কের ভিড়িঙ্গির সার্ভিস রোড।
৪. স্টিল টাউনশিপের চণ্ডীদাস রোটারি থেকে মার্কনি রোড।
এছাড়া পণ্যবাহী যানবাহন চলাচলও বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় আসছে-
১. সরকারি কলেজ মোড় থেকে আড়রা মোড়।
২. বাঁকুড়া মোড় থেকে মুচিপাড়া মোড়।
৩. ইন্দো-আমেরিকান মোড় থেকে স্টিল পার্ক মোড়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে, পুজোর দিনগুলিতে দুর্গাপুর শহরে ভিড় সামলাতে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ। প্রতিবছরই পুলিশ এই পদক্ষেপ নেওয়ায় যানজট থেকে অনেকটা রেহাই পান দর্শনার্থীরা। পুলিশি তৎপরতার কারণে শহরবাসী সহ ভিন জেলা থেকে আসা দর্শনার্থীদের বিপাকে পড়তে হয় না।