TRENDING:

SET Exam Chaos: কলেজ সার্ভিসের পরীক্ষায় অভিনব পদ্ধতিতে নকল! ভাইরাল ফেসবুক লাইভ, বিরাট শোরগোল

Last Updated:

SET Exam Chaos: আলাদা ভাবে কলেজের ক্যান্টিন প্লেসে বসিয়ে কলেজ সার্ভিস কমিশনের দুই SET পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: আলাদা ভাবে কলেজের ক্যান্টিন প্লেসে বসিয়ে কলেজ সার্ভিস কমিশনের দুই SET পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার অভিযোগ। রবিবার দুপুরে চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে ব্যাপক শোরগোল হয় মুর্শিদাবাদের ফরাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজে।
advertisement

পরীক্ষা দেওয়ার সেই ছবি ফেসবুকে লাইভ করেছেন ফরাক্কা কলেজেরই এক অধ্যাপক। এই ঘটনায় সরাসরি অভিযোগের আঙুল উঠেছে কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে। যদিও বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলেই সাফাই দিয়েছেন ফরাক্কা কলেজের প্রিন্সিপাল। জানা গিয়েছে, রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি মুর্শিদাবাদের ফরাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজেও চলছিল কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা।

advertisement

আরও পড়ুন: কেক না পেস্ট্রি? কোনটা খাচ্ছেন, পার্থক্য কীভাবে বুঝবেন! ৯৯% জানেই না, আপনি?

অভিযোগ, সেই সেট পরীক্ষায় আসা দুই ছাত্রকে আলাদা ভাবে বসিয়ে এবং মোবাইল-সহ যাবতীয় পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছিল কলেজ কর্তৃপক্ষ। বিষয়টি নজরে আসতেই ফরাক্কা নুরুল হাসান কলেজের অধ্যাপক সৃজয় মণ্ডল ফেসবুকে লাইভ ভিডিও শুরু করেন। তাতেই উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে। লাইভ চলাকালীনই ওই অধ্যাপকের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। যদিও ভিডিওর অভিযোগের সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা।

advertisement

View More

আরও পড়ুন: বড়দিনের আগে সুখবর, উচ্চ প্রাথমিকে ১০ শতাংশ পার্শ্ব শিক্ষক নিয়োগের রায় হাইকোর্টের

এদিকে সোশ্যাল মিডিয়ায় সেট পরীক্ষায় এমন কর্মকান্ড ফাঁস হতেই কার্যত হইচই সৃষ্টি হয়। পুরো ঘটনার তদন্ত করার দাবিতে সরব হয়েছেন পরীক্ষা দিতে আসা অন্যান্য ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। এদিকে কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে টাকা খাওয়ার অভিযোগ উঠলেও এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলেই দাবি করেছেন কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর ক্যাপ্টেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়। কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষাতে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে কার্যত উতপ্ত পরিস্থিতি তৈরি হয় কলেজ চত্বরে।

advertisement

কৌশিক অধিকারী

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SET Exam Chaos: কলেজ সার্ভিসের পরীক্ষায় অভিনব পদ্ধতিতে নকল! ভাইরাল ফেসবুক লাইভ, বিরাট শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল