SSC West Bengal: বড়দিনের আগে সুখবর, উচ্চ প্রাথমিকে ১০ শতাংশ পার্শ্ব শিক্ষক নিয়োগের রায় হাইকোর্টের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
SSC West Bengal: কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, ১০ শতাংশ নিয়োগ সংরক্ষণ শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদেরই।
কলকাতা: বড়দিনের আগে সুখবর। অবশেষে উচ্চ প্রাথমিকের চাকরিতে ‘পার্শ্ব শিক্ষক’ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। বছরের শেষে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য নিঃসন্দেহে সুখবর। দীর্ঘ পাঁচ বছর মামলা চলার পর শনিবার এই রায় দিয়েছে আদালত।
কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, ১০ শতাংশ নিয়োগ সংরক্ষণ শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদেরই। অর্থাৎ উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে ১০ শতাংশ স্থানে পার্শ্ব শিক্ষকরা পড়ানোর সুযোগ পাবেন। এই রায় দিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। এক্ষেত্রে ১৪৩৩৯ শূন্যপদের মধ্যে ১৪৩৩ চাকরি পার্শ্ব শিক্ষকদের জন্য বরাদ্দ।
আরও পড়ুন: প্রচুর গভীর, কিন্তু সবচেয়ে স্বচ্ছ! ভারতের সবচেয়ে পরিষ্কার নদীর নাম জানেন? শুনেই চমকে যাবেন
হাইকোর্টের পর্যবেক্ষণ, স্পেশ্যাল এডুকেটর, সম্প্রসারক, শিক্ষাবন্ধু, শিক্ষামিত্রদের কোনও সুবিধা নয়। রাজ্যের এসএসসি রুলকেই মান্যতা দিয়েছে হাইকোর্ট। দীর্ঘ ঝুলে থাকা মামলার নিষ্পত্তির ফলে বহু মানুষের চাকরির আশা বেড়েছে। এতদিন ১২৯০৬ পদে চাকরির জন্য কাউন্সেলিং করে এসএসসি।
advertisement
advertisement
আরও পড়ুন: কটন বাডস দিয়ে কানের ময়লা পরিষ্কার করলে বড় ক্ষতি হতে পারে! জানুন কীভাবে করা উচিত
এতদিন ১৪৩৩ শূন্যপদের নিয়োগে স্থগিতাদেশ ছিল হাইকোর্টের। এবার উচ্চ প্রাথমিক চাকরিতে ১৪৩৩৯ শূন্যপদেই হবে কাউন্সেলিং। এর ফলে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জট আরও কিছুটা কাটল। প্যারা টিচারদের বড় জয়ও হল হাইকোর্টের এই রায়ের ফলে।
advertisement
অর্ণব হাজরা
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 17, 2023 6:49 PM IST

