India Cleanest River: প্রচুর গভীর, কিন্তু সবচেয়ে স্বচ্ছ! ভারতের সবচেয়ে পরিষ্কার নদীর নাম জানেন? শুনেই চমকে যাবেন

Last Updated:

India Cleanest River: এই নদীটিকে ভারতের সবচেয়ে পরিষ্কার নদী হিসাবে বিবেচনা করা হয়। এটি মেঘালয়ে অবস্থিত।

ডাওকি নদী
ডাওকি নদী
কলকাতা: ক্রমবর্ধমান দূষণের কারণে সারা পৃথিবী জুড়ে পরিবেশের ওপরে বিরূপ প্রভাব পড়ছে। দেশের রাজধানী দিল্লির অবস্থার কথা অনেকেই নিশ্চয়ই জেনে গিয়েছেন। শীতকালে ঘন কুয়াশা এবং দূষণের কারণে মানুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। একই সঙ্গে দিল্লির যমুনা নদীও দূষিত হয়ে পড়েছে।
নদীগুলির ক্ষেত্রে, গঙ্গাকে সবচেয়ে পবিত্র নদী হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু অনেক শহরেই গঙ্গার অবস্থাও বেশ দূষিত। এমতাবস্থায়, কেউ যদি মনে করেন যে ভারতের প্রতিটি নদীর অবস্থা একই ভাবে নোংরা, তাহলে কিন্তু ভুল হবে। ভারতে এমন একটি নদী রয়েছে যা কাচের মতো স্বচ্ছ। এই নদীটিকে ভারতের সবচেয়ে পরিষ্কার নদী হিসাবে বিবেচনা করা হয়। এটি মেঘালয়ে অবস্থিত।
advertisement
আরও পড়ুন: শীতে হাত-পা বরফের মতো ঠান্ডা হয়ে যায়? রইল উষ্ণ থাকার সহজ উপায়
আসলে আমরা বলছি ডাউকি নদীর কথা বলছি যা উমঙ্গট নদী নামেও পরিচিত। এটি মেঘালয়ে অবস্থিত। এটি এশিয়ার সবচেয়ে পরিষ্কার নদী। এই নদীটি মোলিনং গ্রামের কাছে অবস্থিত, যা ২০০৩ সালে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামের মর্যাদা পেয়েছে। আজও এই গ্রামটি খুবই পরিচ্ছন্ন, তাই এখানকার মানুষরাও এই নদীটিকে পরিষ্কার রাখেন। বর্তমানে ডাউকি বিখ্যাত পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে। তবে অনেকেই আশঙ্কা করছেন যে অত্যধিক পর্যটক আসার কারণে এই নদীটিও নোংরা হতে শুরু করবে।
advertisement
advertisement
আরও পড়ুন: কটন বাডস দিয়ে কানের ময়লা পরিষ্কার করলে বড় ক্ষতি হতে পারে! জানুন কীভাবে করা উচিত
যাঁরা এই নদীটিকে সামনে থেকে দেখেছেন তাঁরা বলছেন, এটি কাচের মতো পরিষ্কার। এটি দেখলে মনে হয় এর ওপর ভাসমান নৌকা যেন হাওয়ায় উড়ছে। যে কেউ সহজেই জলের ভিতরটা দেখতে পাবেন, একেবারে নদীর তলদেশ পর্যন্ত দেখা যায়। এই নদীটি শিলং থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে। মেঘালয়ের মানুষ এই নদীটির পরিষ্কার-পরিচ্ছন্নতার খুব যত্ন নেন।
advertisement
ট্রাভেল ট্রায়াঙ্গল ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, মোলিনং গ্রামে সাক্ষরতার হার ১০০ শতাংশ। ২০০৭ সাল থেকে এই গ্রামের প্রতিটি বাড়িতে একটি করে টয়লেট রয়েছে! এখানকার কোনও গ্রামবাসী খোলা জায়গায় মলত্যাগ করেন না। গ্রামের সব জায়গায় বাঁশের তৈরি ডাস্টবিন রয়েছে। এগুলো গাছের নিচেই রাখা হয়, যাতে গাছের শুকনো পাতা সরাসরি এই ডাস্টবিনে পড়ে। আরেকটি আশ্চর্যের বিষয় হল যে, এই শহরে প্লাস্টিকের ব্যাগ এখানে-ওখানে ফেলা নিষিদ্ধ। এখানে সিগারেট খাওয়ার উপরেও নিষেধাজ্ঞা রয়েছে। এই গ্রামে নিয়ম এতই কড়া যে যাঁরা এসবের তোয়াক্কা করেন না তাঁদের শাস্তি দেওয়া হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India Cleanest River: প্রচুর গভীর, কিন্তু সবচেয়ে স্বচ্ছ! ভারতের সবচেয়ে পরিষ্কার নদীর নাম জানেন? শুনেই চমকে যাবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement