আরও পড়ুন: বন্দিদের চিকিৎসা কেন্দ্রের অবস্থা বেহাল, যেকোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা
চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, বেশ কিছুদিন আগেই এই সমীক্ষা করা হয়েছিল সংস্থার তরফে। তাদের সমীক্ষায় বেশ কয়েকটি নিয়মের কথাও বলা হয়েছিল। তার মধ্যে জনগণের পরিষেবা দেওয়া, মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক, থানা চত্বর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা উন্নত পরিষেবার মাধ্যমে জনগণের কাছাকাছি পৌঁছে যেতে পেরেছে পুলিশ তাও এই সমীক্ষার অংশ ছিল। দেশের তিনটি সেরা থানার মধ্যে এ রাজ্যের একমাত্র সেরা থানা হওয়ায় খুশি চন্দননগর পুলিশ। পুলিশ কমিশনার এই সম্মান অর্জনের জন্য ধন্যবাদ জানিয়েছেন শ্রীরামপুরের ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু দাস সহ অন্যান্য পুলিশ কর্মীদের।
advertisement
পুলিশ কমিশনার জানান, এই স্বীকৃতি অন্য থানাগুলোকে আরও ভাল পরিষেবা দিতে উৎসাহ দেবে। এটা চন্দননগর পুলিশ সহ গোটা রাজ্যের পুলিশের কাছে গর্বের ব্যাপার। আগামী জানুয়ারি মাসের ৫ তারিখে জয়পুরে ‘আইডিয়াল থানার’ এই স্বীকৃতি তুলে দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
শ্রীরামপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ দিব্যেন্দু দাস ২০১৯ সালের ফেব্রুয়ারী মাসে থানার দায়িত্ব নেন। প্রায় চার বছর ধরে থানাকে অন্য চেহারায় উন্নিত করেন। তারই ফল এই পুরষ্কার। দিব্যেন্দু দাস জানান, ৫ তারিখ জয়পুরে এই স্বীকৃতি নিতে যাবেন। গত সেপ্টেম্বর মাসে এমএইচএ-র প্রতিনিধি দল এসেছিল। আইডিয়াল থানার স্বীকৃতি পেতে যে প্যারামিটার থাকে তা পূরন করা হয়েছে। পাশাপাশি শ্রীরামপুরের মত মফস্বল শহরের হেরিটেজ মূল্য তুলে ধরা হয় তাদের কাছে।
রাহী হালদার