South 24 Parganas News: বন্দিদের চিকিৎসা কেন্দ্রের অবস্থা বেহাল, যেকোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা

Last Updated:

বারুইপুর মহকুমা হাসপাতালের সুপার ধীরাজ রায় বলেন, এই ব্যাপারে জেলা স্বাস্থ্য দফতরেও জানানো হয়েছে। চেষ্টা চলছে বন্দিদের অন্য হাসপাতালে পাঠানোর

বারুইপুর মহকুমা হাসপাতাল
বারুইপুর মহকুমা হাসপাতাল
দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দিদের চিকিৎসার জন্য আলাদা সেল আছে বারুইপুর মহকুমা হাসপাতালে। কিন্তু সেই সেলে ঘরের দশা অতি খারাপ। সিলিংয়ের চাঙড় এবং দেওয়ালের একাংশ ভেঙে পড়ছে। যে কোনও দিন বড় দুর্ঘটনার আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এই প্রসঙ্গে বারুইপুর মহকুমা হাসপাতালের সুপার ধীরাজ রায় বলেন, এই ব্যাপারে জেলা স্বাস্থ্য দফতরেও জানানো হয়েছে। চেষ্টা চলছে বন্দিদের অন্য হাসপাতালে পাঠানোর। তারপরই সংস্কার শুরু করবে পূর্ত দফতর। বারুইপুর মহকুমা হাসপাতালের দোতলায় কেন্দ্রীয় সংশোধনাগারের জন্য আলাদা চিকিৎসা সেল আছে। সেই সেলে রোজই চিকিৎসার জন্য বন্দিদের নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে ৪-৫ জন বন্দি চিকিৎসাধীন। কিন্তু ঘরের ভিতরে সিলিংয়ের চাঙড় খসে পড়ছে। তাছাড়া ভেঙেছে দেওয়ালের একাংশও। ভাঙা অংশ প্লাইউড দিয়ে কোনওক্রমে ঢেকে রাখা হয়েছে। তবে দেওয়ালের অন্য অংশও ভেঙে ঝুলছে। এমনই অবস্থা, যে কোনও দিন ছাদ ভেঙে পড়তে পারে। মেঝে থেকেও পাথর খুলে গিয়েছে। এমনকী শৌচালয়ও ভাঙা। এখানে বন্দিদের থাকা বিপজ্জনক বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সূত্রের খবর, এই সেলের সংস্কারের জন্য টাকা বরাদ্দ হয়ে গিয়েছে। কিন্তু কাজ শুরু করা যায়নি। কারণ, সংস্কার করতে হলে এই ঘর থেকে বন্দিদের হাসপাতালের অন্য কোনও ঘরে পাঠাতে হয়। কিন্তু সেই ঘরই মিলছে না।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বন্দিদের চিকিৎসা কেন্দ্রের অবস্থা বেহাল, যেকোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement