অশোকনগর বিধানচন্দ্র ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হল প্রবীনদের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। যেখানে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল সহ রাজ্যের প্রবীণ প্রতিযোগিরাও। এই সপ্তম ইন্টারন্যাশনাল মাস্টার অ্যাথলেটিক চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন কয়েকশো প্রবীণ প্রতিযোগী। সেখানেই ৮০০ মিটার দৌড়ে প্রথম হয়ে নজর কারেন হাবড়ার বাসিন্দা বছর পঞ্চান্নর পুলক কুমার দে।
ছোটবেলা থেকেই দৌড়ে বিশেষ আগ্রহ থাকলেও সামর্থ্য না থাকায় নিজের ইচ্ছেকে চেপে রেখেই কর্মজীবনে প্রবেশ করতে হয়েছে। তবে তার এই মনের ইচ্ছে পূরণের জন্যই রাজ্যসহ ভিন রাজ্যেও প্রবীণদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন তিনি। বহু ক্ষেত্রে পুরস্কারও রয়েছে তার ঝুলিতে। তেমনই হাই জাম্প প্রতিযোগিতায় প্রথম হলেন বছর ৬০ এর দমদমের বাসিন্দা তারাপদ বণিক।
advertisement
আরও পড়ুনঃ AUS vs IND: প্রথম টেস্টে তৈরি ভারতের প্রথম একাদশ! সবথেকে বড় চমক করছে অপেক্ষা
ভারতে প্রবীনদের সঙ্গে প্রতিযোগিতার এই ময়দানে নেমে খুশি আন্তর্জাতিক মানের প্রতিযোগীরাও। বয়স বাড়লেই যেখানে নানা ধরনের ব্যথা বেদনা সহ শরীর খারাপ ঘিরে ধরে প্রবীণ মানুষদের, সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রবীণ প্রতিযোগীরা যেন নবীন থেকে প্রবীণ সকলকেই এক অন্য জগতের দিশা দেখাচ্ছেন। এদিনের এই প্রতিযোগিতা দেখতে বহু দর্শক উপস্থিত হয়েছিলেন ক্রীড়াঙ্গনে।
Rudra Narayan Roy