TRENDING:

Purulia News: বুড়ো হাড়ের ভেলকি! ষাটোর্ধ্বরা যা করে দেখালেন স্যালুট জানাবেন আপনিও

Last Updated:

Purulia News: মনের ইচ্ছে থাকলে সবটাই সম্ভব। তাতে বয়স যাই হোক না কেন। ওই যে বলে না মনের বয়সের কাছে বাস্তবের বয়সও হার মেনে যায়, কথাটা বোধহয় এই কারণেই প্রযোজ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: মনের ইচ্ছে থাকলে সবটাই সম্ভব। তাতে বয়স যাই হোক না কেন। ওই যে বলে না মনের বয়সের কাছে বাস্তবের বয়সও হার মেনে যায়, কথাটা বোধহয় এই কারণেই প্রযোজ্য। আর তাই তো ষাটোর্ধ্বরা এবার এগিয়ে এলেন রক ক্লাইম্বিং-এ। শীতের এই মরশুমে পুরুলিয়ার বিভিন্ন জায়গাতে রক ক্লাইম্বিং-হয়ে থাকে। তার মধ্যে অন্যতম পুরুলিয়ার গজাবুরু পাহাড়। পাহাড় প্রেমীদের কাছে খুবই পছন্দের এই জায়গাটি। বিশেষত যারা পাহাড়ের ট্রেকিং করতে ভালোবাসেন তাদের কাছে এক প্রকার স্বর্গ এই গজাবুরু পাহাড়। এখানে মূলত যারা পাহাড়ে ট্রেকিং করেন তারাই বেশি আসেন।
advertisement

এবার এই পাহাড়ের কোলে ভিড় জমাল ৬০-ঊর্ধ্ব রক ক্লাইম্বিরাররা। রীতিমত তাক লাগিয়ে দিয়েছে তাদের কার্যকলাপ। বয়সের বাঁধন খুলে তারা এক প্রকার শৈশবে ফিরে গিয়েছেন। এ বিষয়ে ওই গ্রুপের সদস্যরা বলেন, তাদের ভীষণই ভালো লাগছে এই বয়সেও এই ধরনের অ্যাক্টিভিটি করতে পেরে। তাদের ট্রেনার সমস্ত ভাবেই তাদেরকে সহযোগিতা করছেন। একেবারে শৈশবে ফিরে গিয়েছেন তারা। এই চারটি দিন তারা সবকিছু ভুলে একেবারে আনন্দে মেতে উঠেছিলেন।

advertisement

এ বিষয়ে ট্রেনার প্রলয় হাজরা বলেন,”তিনি প্রায়সই রক ক্লাইমিং ট্রেনিং এর জন্য বিভিন্ন জায়গায় যান। তবে এই ট্রিপ একেবারেই অন্যরকম। এভাবে সিনিয়র সিটিজেনদের নিয়ে রক ক্লাইমিং-এর একেবারেই অন্যরকম অভিজ্ঞতা হয়েছে তার। ছোটদের সঙ্গে সমান ভাবে পাল্লা দিচ্ছেন এনারা।” ‌এই বিষয়ে ক্যাম্প কর্তৃপক্ষ তরফ থেকে জানা গিয়েছে , এই প্রথমবার তাদের ক্যাম্পে এই ধরনের গ্রুপ এসেছে। তাদেরও ভীষণই ভালো লাগছে। সকলে সুরক্ষার কথা চিন্তা করে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ Sourav Ganguly: ফের সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারে বিপদ! এক বছরের কম ব্যবধানে একই ঘটনা ৩ বার!

View More

প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার অন্যতম ঠিকানা গজাবুরু পাহাড়। আর এই পাহাড়ের অন্যতম আকর্ষণ রক ক্লাইম্বিং। আর সেখানেই দেখা গেল সিনিয়র সিটিজেনদের চাঁদের হাট। ‌বুড়ো হাড়ের কেরামতি তাজ্জব করেছে এলাকার বাসিন্দা থেকে বিভিন্ন পর্যটককেও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: বুড়ো হাড়ের ভেলকি! ষাটোর্ধ্বরা যা করে দেখালেন স্যালুট জানাবেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল