প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির জাতীয় কৃষি বিজ্ঞান পরিসরে এদিন ধনধান্য কৃষি যোজনা, ডালশস্য আত্মনির্ভরতা মিশনের সঙ্গে মোট ৪২০০০ কোটি টাকারও বেশি মূল্যের আরও একগুচ্ছ কৃষি প্রকল্পের শুভ উদ্বোধন করেন। যা সারা দেশ জুড়ে ৭৩১টি কৃষি বিজ্ঞান কেন্দ্রে উপস্থিত কৃষিজীবি ভাই-বোনেরা একযোগে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেখেন।
advertisement
এই কৃষি পরিকল্পনাগুলি ভারতের কৃষিকাজকে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। নিমপীঠের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রামকৃষ্ণ আশ্রমের-সহ সম্পাদক শ্রীমৎ স্বামী মুক্তানন্দজি মহরাজ। স্বাগত ভাষণে এই কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডক্টর চন্দন কুমার মণ্ডল বলেন, জাতীয় ডালশস্য মিশন, তৈলবীজ মিশন, খাদ্য সুরক্ষা মিশন, প্রাকৃতিক চাষ মিশন এগুলোর মাধ্যমে দেশ কীভাবে আত্মনির্ভারতার দিকে এগোচ্ছে। এর সঙ্গে আগামী দিনে কৃষি ক্ষেত্রে উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার যেমন ড্রোন, মাইক্রো সেচ ইত্যাদির ব্যবহার কীভাবে আরও বাড়ানো যায় সে বিষয়েও তিনি আলোকপাত করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরবর্তীতে কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীগণ তাদের সুচিন্তিত বক্তব্যের মাধ্যমে কৃষি কাজ আরও কীভাবে লাভজনক করা যায় সে বিষয়ে আলোকপাত করেন। আর এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুশি আগত কৃষকরা।