TRENDING:

West Medinipur News: ফেলে দেওয়া মাছের আঁশ দিয়ে তৈরি হচ্ছে সুন্দর জিনিস... না দেখলে বিশ্বাস হবে না

Last Updated:

ব্লক প্রশাসন জানিয়েছেন, মহিলাদের স্বাবলম্বী করতে আগামী দিনে এলাকায় একটি বিশেষ হাব তৈরি করা হবে, যেখানে মহিলারা তাঁদের উৎপাদিত নানান হাতের কাজ বিক্রি করতে পারবেন। স্বাভাবিকভাবে মহিলাদের স্বনির্ভর হওয়ার এই ভাবনা চিন্তাকে এবং ব্লক প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: তুলো, কাগজ কাপড় কিংবা বিভিন্ন ধরনের ক্লে দিয়ে আপনারা তো গয়না দেখেছেন? আবার ধরুন বিভিন্ন ধরনের রং বা অন্য জিনিস দিয়ে ঘর সাজানোর নানা উপকরণও দেখেছেন। বাজারেও বেশ ভাল দামে বিক্রি হয় এগুলো। কিন্তু জানেন কি মার্কেটে কিংবা আপনার বাড়িতে মাছ ছাড়ানোর পর ফেলে দেওয়া আঁশ দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস? যা আপনি দেখলে প্রথমবার বিশ্বাস করবেন না।
advertisement

মাছের আঁশ দিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে স্বনির্ভর হচ্ছেন গ্রামীণ এলাকার মহিলারা। পশ্চিম মেদিনীপুর জেলার প্রান্তিক ব্লক কেশপুর। এই ব্লকের স্ব-সহায়ক দলের মেয়েদের ১৮ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর করতে ফেলে দেওয়া মাছের আঁশ দিয়ে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড গয়না এমনকি ঘর সাজানোর নানা উপকরণ তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসনের পক্ষ থেকে দেওয়া সেই প্রশিক্ষণ নিয়ে বাড়িতেই মহিলারা তৈরি করছেন নানা জিনিস।

advertisement

সরকারিভাবে এবং স্থানীয়ভাবে এই সমস্ত জিনিস বিক্রি করে স্বনির্ভর হচ্ছেন মহিলারা। সম্প্রতি সৃষ্টিশ্রী মেলাতে তাঁদের প্রদর্শনীর জন্য ডাকও পেয়েছেন। মাছ ছাড়ানোর পর ফেলে দেওয়া হয় আঁশ। বড় বড় আঁশকে এনে বিভিন্ন পদ্ধতিতে তাকে প্রক্রিয়াকরণ করে কেটে বিভিন্ন জিনিস তৈরি করা হচ্ছে এবং যা দেখতে অত্যন্ত সুন্দর। বাড়ির অন্য কাজ সামলে মহিলারাই তৈরি করছেন সুন্দর সুন্দর জিনিস। ভাল দামে বিক্রি হচ্ছে সেগুলো।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
২ বছর ধরে নিখোঁজ ছেলে! সোশ্যাল মিডিয়ার 'জাদু'তে খুঁজে পেল পরিবার
আরও দেখুন

ব্লক প্রশাসন জানিয়েছেন, মহিলাদের স্বাবলম্বী করতে আগামী দিনে এলাকায় একটি বিশেষ হাব তৈরি করা হবে, যেখানে মহিলারা তাঁদের উৎপাদিত নানান হাতের কাজ বিক্রি করতে পারবেন। স্বাভাবিকভাবে মহিলাদের স্বনির্ভর হওয়ার এই ভাবনা চিন্তাকে এবং ব্লক প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: ফেলে দেওয়া মাছের আঁশ দিয়ে তৈরি হচ্ছে সুন্দর জিনিস... না দেখলে বিশ্বাস হবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল