সিলেবাসের এক বিষয়বস্তু হিসেবে মূলত চতুর্থ সেমিস্টারের পড়ুয়াদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়। বেশ কয়েকদিন ধরে এই বিশেষ ইন্টার্নশিপ প্রশিক্ষণ চলবে। ছাত্রীদের পাশাপাশি ছাত্রদেরও আত্মরক্ষার বিষয়ে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মেদিনীপুরের বিশেষজ্ঞ প্রশিক্ষক দিয়ে মহাবিদ্যালয় ক্যাম্পাসে চলছে এই প্রশিক্ষণ শিবির।
আরও পড়ুনঃ জেলেদের চিৎকারের পরেই…! বাড়ি ছেড়ে প্রাণে বাঁচলেও মুহূর্তের মধ্যে সব শেষ! মালদহের ঘটনায় বাড়ছে আতঙ্ক
advertisement
পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজের চতুর্থ সেমিস্টারের এক সিলেবাসের অংশ হিসেবে ও মহাবিদ্যালয়ের তরফে এক ইন্টার্নশিপ বিষয়ের অঙ্গ হিসেবে এই বিশেষ আত্মরক্ষা প্রশিক্ষণ শিবিরের আয়োজন। চতুর্থ সেমিস্টারের প্রায় ৭০ জন পড়ুয়া এই প্রশিক্ষণের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন। বেশ কয়েকদিন ধরে বিশেষজ্ঞরা এই প্রশিক্ষণ দেবেন। কলেজ ক্যাম্পাসেই চলছে শিবির।
বর্তমান সময়ে মেয়েরা বাড়ির বাইরে বেরলে অনেক সময় নানা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হন। কখনও তাঁদের উপর আক্রমণ, কখনও কটুক্তি, কখনও আবার বাজেভাবে স্পর্শ করার উদ্দেশ্য থাকে কিছু অসাধু মানুষের। স্বাভাবিকভাবে তৎক্ষণাৎ তাঁদের আত্মরক্ষা প্রয়োজন। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে রাস্তাঘাটে চুরি, ছিনতাইয়ের এর মতো ঘটনাও বাড়ছে। সেক্ষেত্রে ছেলেদেরও বিপদ রয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবার তাই শুধু মেয়েদের নয়, ছেলেদেরও আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আক্রমণ হলে কীভাবে নিজেদের রক্ষা করতে হবে, সেই বিষয়ে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কলেজে চালু হয়েছে এই বিশেষ আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির। আগামীদিনে এই পড়ুয়াদের মধ্য দিয়ে অন্যান্য পড়ুয়াদেরও এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার চিন্তাভাবনা রয়েছে কলেজ কর্তৃপক্ষের। তবে শুধু প্রশিক্ষণ নয়, আগামীতে নিজেদের স্বনির্ভর করা এবং আত্মরক্ষার কাজে যাতে এই বিশেষ প্রশিক্ষণ কাজে লাগে, সেই ভাবনা নিয়ে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। কলেজের এই উদ্যোগে খুশি পড়ুয়ারা।