এ দিন রাতেই এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমতে থাকে। পথচলতি মানুষজন মোবাইলে ছবি তুলতে শুরু করেন। কারও কারও মুখে আতঙ্ক—“এ যে স্পষ্টই বাঘের মতো!” কিন্তু কিছুক্ষণ পর্যবেক্ষণের স্থানীয় অভিজ্ঞসম্পন্ন কেউ কেউ ভালভাবে দেখে বলেন এটি এটি বাঘ নয়, বাঘরোল বা মেছো বিড়াল। ‘বাঘরোল’ এখন সাধারণত হাওড়া হুগলী সহ সুন্দরবন এলাকায় মাঝেমধ্যেই দেখা মেলে এমন ধরণের বন্যপ্রাণী। আকারে বড় হলেও প্রকৃত বাঘের মতো ভয়ংকর নয়।
advertisement
আরও পড়ুন: আদ্রা ডিভিশনে আগামী ১৬ নভেম্বর পাওয়ার ব্লক, বাতিল একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন!
ঠিক কীভাবে এটি রাস্তার মাঝে এসে পড়ল তা এখনও স্পষ্ট নয়। অনেকের ধারণা, খাবারের সন্ধানে বা কোনও বাগান এলাকা থেকে বেরিয়ে এসে আলো-আঁধারির মধ্যে রাস্তার উপর আশ্রয় নিয়েছিল। দেগঙ্গার বেড়াচাঁপা দক্ষিণ কাউকেপাড়া এলাকায় বাঘরোল দেখা যাওয়ায় উৎসুক মানুষের ভিড় বাড়ে। যদিও কিছু সময় পর ওই বাঘরোলটি টাকি রোডের পাশের একটি জলা জঙ্গলে পালিয়ে যায়। এলাকায় এদিনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হলেও শেষ পর্যন্ত এটি বাঘ নয় বরং বাঘরোল এই রহস্যের জট খুলতেই স্বস্তি ফেরে স্থানীয়দের মুখ। ন বাঘ নয়, বিলুপ্তপ্রায় এই অতিথি বাঘরোলই দেখা মিলল টাকি রোডে।