TRENDING:

রাতে অজানা জন্তু দেখে তোলপাড় টাকি রোড! বাঘ নয়, খোঁজ মিলল বাঘরোলের

Last Updated:

টাকি রোডে দেখা গেল বড় আকারের এক ডোরাকাটা প্রাণী। রাস্তার উপর নিশ্চিন্তে শুয়ে থাকা ওই জন্তুটিকে দেখে মুহূর্তে ছড়িয়ে পড়ে গুজব—গাড়ি থেকে কি তবে বাঘের বাচ্চা পড়ে গেছে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: রাতে অজানা জন্তু দেখে তোলপাড় টাকি! বাঘ নয়, খোঁজ মিলল বাঘরোলের। টাকি রোডে রাতের অন্ধকার নেমে গেছে, ঠিক সেই সময়ই বেড়াচাঁপা দক্ষিণ কাউকেপাড়া এলাকায় দেখা গেল বড় আকারের এক আজানা প্রাণী। রাস্তার উপর নিশ্চিন্তে শুয়ে থাকা ওই জন্তুটিকে দেখে মুহূর্তে ছড়িয়ে পড়ে গুজব, গাড়ি থেকে কি তবে বাঘের বাচ্চা পড়ে গেছে?
advertisement

এ দিন রাতেই এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমতে থাকে। পথচলতি মানুষজন মোবাইলে ছবি তুলতে শুরু করেন। কারও কারও মুখে আতঙ্ক—“এ যে স্পষ্টই বাঘের মতো!” কিন্তু কিছুক্ষণ পর্যবেক্ষণের স্থানীয় অভিজ্ঞসম্পন্ন কেউ কেউ ভালভাবে দেখে বলেন এটি এটি বাঘ নয়, বাঘরোল বা মেছো বিড়াল। ‘বাঘরোল’ এখন সাধারণত হাওড়া হুগলী সহ সুন্দরবন এলাকায় মাঝেমধ্যেই দেখা মেলে এমন ধরণের বন্যপ্রাণী। আকারে বড় হলেও প্রকৃত বাঘের মতো ভয়ংকর নয়।

advertisement

আরও পড়ুন: আদ্রা ডিভিশনে আগামী ১৬ নভেম্বর পাওয়ার ব্লক, বাতিল একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন!

সেরা ভিডিও

আরও দেখুন
১২০টি পথকুকুরের অভিভাবক বাঁকুড়ার ব্যবসায়ী, অবলাদের সেবাই যুবকের পরম ধর্ম
আরও দেখুন

ঠিক কীভাবে এটি রাস্তার মাঝে এসে পড়ল তা এখনও স্পষ্ট নয়। অনেকের ধারণা, খাবারের সন্ধানে বা কোনও বাগান এলাকা থেকে বেরিয়ে এসে আলো-আঁধারির মধ্যে রাস্তার উপর আশ্রয় নিয়েছিল। দেগঙ্গার বেড়াচাঁপা দক্ষিণ কাউকেপাড়া এলাকায় বাঘরোল দেখা যাওয়ায় উৎসুক মানুষের ভিড় বাড়ে। যদিও কিছু সময় পর ওই বাঘরোলটি টাকি রোডের পাশের একটি জলা জঙ্গলে পালিয়ে যায়। এলাকায় এদিনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হলেও শেষ পর্যন্ত এটি বাঘ নয় বরং বাঘরোল এই রহস্যের জট খুলতেই স্বস্তি ফেরে স্থানীয়দের মুখ। ন বাঘ নয়, বিলুপ্তপ্রায় এই অতিথি বাঘরোলই দেখা মিলল টাকি রোডে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতে অজানা জন্তু দেখে তোলপাড় টাকি রোড! বাঘ নয়, খোঁজ মিলল বাঘরোলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল