আদ্রা ডিভিশনে ৩ ঘণ্টা ৫৫ মিনিট ট্রাফিক-কাম-পাওয়ার ব্লক, বাতিল একাধিক ট্রেন!

Last Updated:

দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামীকাল ১৬ নভেম্বর ৩ ঘণ্টা ৫৫ মিনিট ট্রাফিক-কাম-পাওয়ার ব্লক থাকবে। যার কারণে এবার আদ্রা ডিভিশনে বাতিল করা হল একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন।

আদ্রা ডিভিশনে ট্রেন
আদ্রা ডিভিশনে ট্রেন
পুরুলিয়া, শান্তনু দাস: দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামী ১৬ নভেম্বর ৩ ঘণ্টা ৫৫ মিনিট ট্রাফিক-কাম-পাওয়ার ব্লক থাকবে। যার কারণে আদ্রা ডিভিশনে বাতিল করা হল একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন এবং বেশ কয়েকটি ট্রেনের সংক্ষিপ্ত করা হল যাত্রাপথ।  আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, “আদ্রা ডিভিশনের আদ্রা মণ্ডলের বেরো ও মধুকুণ্ডা রেল স্টেশনে পুরনো ফুট ওভার ব্রিজের গার্ডার অপসারণ করার জন্য আগামী ১৬ নভেম্বর মোট ৩ ঘণ্টা ৫৫ মিনিট ট্রাফিক- কাম- পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। যার কারণে আদ্রা ডিভিশনে দুটি গুরুত্বপূর্ণ ট্রেন সম্পূর্ণ রূপে বাতিল করা হয়েছে।”
তিনি আরও জানান, “আদ্রা ডিভিশনে রেল পরিষেবার পরিকাঠামোগত উন্নয়নের জন্য রেলের এই সিদ্ধান্ত।” ট্রাফিক-কাম-পাওয়ার ব্লকের কারণে আগামী ১৬ নভেম্বর নিম্নলিখিত ট্রেনগুলোর চলাচলে প্রভাব পড়বে: ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল- পুরুলিয়া- আসানসোল মেমু প্যাসেঞ্জার ও ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে।
advertisement
advertisement
আংশিক সমাপ্তি, আংশিক সূত্রপাত: ৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর- আসানসোল- বারাভূম মেমু প্যাসেঞ্জার আদ্রা থেকে যাত্রা শুরু ও সমাপ্ত হবে। এই সময়ে ট্রেনটি আদ্রা -আসানসোল- আদ্রা অংশে পরিষেবা বাতিল থাকবে।
অন্যদিকে বিলম্বে চলবে ১৮১৮৪ বক্সার-টাটানগর এক্সপ্রেস বক্সার থেকে ২ ঘন্টা বিলম্বে যাত্রা করবে। যাত্রীদের অসুবিধা কমাতে আদ্রা ডিভিশনের রেল কর্তৃপক্ষ আগাম বিকল্প ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছে যাত্রীদের। পাশাপাশি যাত্রার আগে ট্রেনের সর্বশেষ সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে নিত্যদিনের ট্রেন যাত্রীরা কোনও রকম না সমস্যায় পড়েন রেল পরিষেবার ক্ষেত্রে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আদ্রা ডিভিশনে ৩ ঘণ্টা ৫৫ মিনিট ট্রাফিক-কাম-পাওয়ার ব্লক, বাতিল একাধিক ট্রেন!
Next Article
advertisement
'এই বাংলার দত্তক সন্তান হতে চাই...', রাজ্যের ভোটার হতে চেয়ে আবেদন সিভি আনন্দ বোসের
'এই বাংলার দত্তক সন্তান হতে চাই...', রাজ্যের ভোটার হতে চেয়ে আবেদন সিভি আনন্দ বোসের
  • বাংলার ভোটার হতে চেয়ে আবেদন করলেন সিভি আনন্দ বোস। তাঁর কথায়," এই বাংলার দত্তক সন্তান হতে চাই। রবীন্দ্রনাথ যে হাওয়ায় নিঃশ্বাস নিয়েছিলেন। সেই বাংলায় আমি ভোটার হতে চাই। আমার পদবি 'বোস'। নেতাজি সুভাষ চন্দ্র ও বোস, আমি মানসিক, সাংস্কৃতিক ভাবে বাংলার সঙ্গে যুক্ত থাকতে চাই

VIEW MORE
advertisement
advertisement