আদ্রা ডিভিশনে ৩ ঘণ্টা ৫৫ মিনিট ট্রাফিক-কাম-পাওয়ার ব্লক, বাতিল একাধিক ট্রেন!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Shantonu Das
Last Updated:
দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামীকাল ১৬ নভেম্বর ৩ ঘণ্টা ৫৫ মিনিট ট্রাফিক-কাম-পাওয়ার ব্লক থাকবে। যার কারণে এবার আদ্রা ডিভিশনে বাতিল করা হল একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন।
পুরুলিয়া, শান্তনু দাস: দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামী ১৬ নভেম্বর ৩ ঘণ্টা ৫৫ মিনিট ট্রাফিক-কাম-পাওয়ার ব্লক থাকবে। যার কারণে আদ্রা ডিভিশনে বাতিল করা হল একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন এবং বেশ কয়েকটি ট্রেনের সংক্ষিপ্ত করা হল যাত্রাপথ। আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, “আদ্রা ডিভিশনের আদ্রা মণ্ডলের বেরো ও মধুকুণ্ডা রেল স্টেশনে পুরনো ফুট ওভার ব্রিজের গার্ডার অপসারণ করার জন্য আগামী ১৬ নভেম্বর মোট ৩ ঘণ্টা ৫৫ মিনিট ট্রাফিক- কাম- পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। যার কারণে আদ্রা ডিভিশনে দুটি গুরুত্বপূর্ণ ট্রেন সম্পূর্ণ রূপে বাতিল করা হয়েছে।”
তিনি আরও জানান, “আদ্রা ডিভিশনে রেল পরিষেবার পরিকাঠামোগত উন্নয়নের জন্য রেলের এই সিদ্ধান্ত।” ট্রাফিক-কাম-পাওয়ার ব্লকের কারণে আগামী ১৬ নভেম্বর নিম্নলিখিত ট্রেনগুলোর চলাচলে প্রভাব পড়বে: ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল- পুরুলিয়া- আসানসোল মেমু প্যাসেঞ্জার ও ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে।
advertisement
advertisement
আংশিক সমাপ্তি, আংশিক সূত্রপাত: ৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর- আসানসোল- বারাভূম মেমু প্যাসেঞ্জার আদ্রা থেকে যাত্রা শুরু ও সমাপ্ত হবে। এই সময়ে ট্রেনটি আদ্রা -আসানসোল- আদ্রা অংশে পরিষেবা বাতিল থাকবে।
অন্যদিকে বিলম্বে চলবে ১৮১৮৪ বক্সার-টাটানগর এক্সপ্রেস বক্সার থেকে ২ ঘন্টা বিলম্বে যাত্রা করবে। যাত্রীদের অসুবিধা কমাতে আদ্রা ডিভিশনের রেল কর্তৃপক্ষ আগাম বিকল্প ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছে যাত্রীদের। পাশাপাশি যাত্রার আগে ট্রেনের সর্বশেষ সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে নিত্যদিনের ট্রেন যাত্রীরা কোনও রকম না সমস্যায় পড়েন রেল পরিষেবার ক্ষেত্রে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
November 15, 2025 2:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আদ্রা ডিভিশনে ৩ ঘণ্টা ৫৫ মিনিট ট্রাফিক-কাম-পাওয়ার ব্লক, বাতিল একাধিক ট্রেন!

