এই হাটে জেলার বিভিন্ন হস্তশিল্প যেমন পূর্ব বর্ধমান জেলার নতুনগ্রামের কাঠপুতুল, দ্বারিয়াপুরের ডোকরা শিল্প, কাপড়ের কাজ, বাঁশ-নির্মিত সামগ্রী ইত্যাদি প্রদর্শিত ও বিক্রি হবে। আপাতত বিধায়ক তহবিলের সাহায্যে হাটের জন্য অস্থায়ী ছাউনি নির্মাণ করা হয়েছে।
আরও পড়ুন: বর্ষা নয়, ১২ মাসে ১০ মাসই এক হাঁটু জলে কাটে বাসিন্দাদের! উল্টে যা বলছে পঞ্চায়েত
advertisement
মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, নবদ্বীপের তীর্থযাত্রী এবং পর্যটকদের এই হাটের প্রতি আকৃষ্ট করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে শনি ও রবিবার বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত হাট চলবে। ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণে থাকছে বাউল গানের বিশেষ পরিবেশনা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভবিষ্যতে এই হাটকে আরও পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে রাজ্যের অন্যতম হস্তশিল্প কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগ জেলার কৃষ্টিকে যেমন তুলে ধরবে, তেমনই হস্তশিল্পীদের জন্য নতুন দিগন্তের দ্বার খুলে দেবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্ট মহল। আরও বলতে গেলে বলা যায়, রাজ্যে চালু হয়ে গেল দ্বিতীয় ‘সোনাঝুড়ির হাট’!
বনোয়ারীলাল চৌধুরী






