কোন পথে কীভাবে যান কলকাতা পৌঁছবে জানুন পরিবর্তনগুলি করা হচ্ছে–
বিদ্যাসাগর সেতু ব্যবহার করে কোলকাতার দিকে যেতে ইচ্ছুক পণ্যবাহী যানবাহন ছাড়া অন্য সমস্ত যান হাওড়া সেতু (রবীন্দ্র সেতু)/ নিবেদিতা সেতু/ ওল্ড বালি সেতু (বিবেকানন্দ সেতু) দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
এনএইচ ১৬ বরাবর কোলাঘাটের দিক থেকে আসা পণ্যবাহী যান যারা কলকাতা যাওয়ার জন্য কোনা এক্সপ্রেসওয়ে/ ২য় হুগলি সেতু ব্যবহার করতে চান তারা ধুলাগড়- নিবড়া -সলোপ-পাকুরিয়া-সিসিআর সেতু হয়ে নিবেদিতা সেতুতে যেতে পারেন।
advertisement
আরও পড়ুন: ৮ নভেম্বর, ২০২৫- কেমন যাবে আজকের প্রেমজীবন, জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
ডানকুনি দিক থেকে আসা পণ্যবাহী যান, যারা কোলকাতার দিকে যাওয়ার জন্য কোনা এক্সপ্রেসওয়ে/ ২য় হুগলি সেতু ব্যবহার করতে চান, তারা নিবেদিতা সেতুতে যেতে পারেন।
কলকাতা থেকে হাওড়াগামী যানবাহন যারা দ্বিতীয় হুগলি সেতু পেতে চান, তারা হাওড়া সেতু বা নিবেদিতা সেতুতে যেতে পারেন।
আরও পড়ুন: অপারেশন পিম্পল! জম্মু-কাশ্মীরে ফেরা সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম ২ সন্ত্রাসবাদী
পণ্যবাহী যানবাহন ব্যতীত কোলাঘাটগামী যানবাহন কাজীপাড়া- জিটি রোড- ব্যতায়তলা- আন্দুল রোড- আলমপুর- এন এইচ ১৬- ধুলাগড়- রানিহাটি বা হ্যাং সাং ক্রসিং – কোনা এক্সপ্রেসওয়ে – নিবড়া- বাম মোড় – এন এইচ ১৬- অঙ্কুরহাটি – ধুলোগড়- কোলাঘাটের দিকে যাওয়ার জন্য রানিহাটি।
পণ্যবাহী যানবাহন ছাড়া ডানকুনিগামী যানবাহনগুলি হ্যাং সাং ক্রসিং- কোনা এক্সপ্রেসওয়ে- এনএইচ ১৬- পাকুরিয়া- সিসিআর ব্রিজ- মাইতপাড়া- ডানকুনি বা হ্যাং সাং ক্রসিং-ডান মোড়- শৈলেন মান্না সরণি- শানপুর মোড়- বাম মোড়- হাওড়া আমতা রোড- সলোপ- এনএইচ ১৬- পাকুরিয়া- সিসিআর ব্রিজ- মাইতিপাড়া- ডানকুনি বা কাজীপাড়া- জিটি রোড/ ফোরশোর রোড- সালকিয়া- বালি- জিরো পয়েন্ট- মাইতপাড়া।
যান চলাচলে এই নিয়ম জারি থাকবে শুধু মাত্র ৯/১১/২৫ তারিখে ভোর ৪:০০ থেকে রাত্রি ৯:৩০ পর্যন্ত।






