কাচড়াপাড়া ধরমপুর এলাকায় ভাড়া থাকত দেশরাজ। কৃষ্ণনগরের কলেজ ছাত্রী ইসিতা খুনের মূল অভিযুক্ত দেশরাজ সিং। জানা গিয়েছে, গত ৬-৭ বছর ধরে মা-বাবা ও বোনের সঙ্গে ওই এলাকায় ভাড়া থাকত দেশরাজ।
কয়েকদিন আগে বোনকে নিয়ে ভর্তি করাতে মা-বাবা বিহারে গিয়েছেন। স্থানীয়দের দাবি, এমন ঘটনার কথা জেনে তাঁরাও আতঙ্কিত। অনেকেরই ঘরে মেয়ে রয়েছে। পাড়ার মানুষজন জানাচ্ছেন, দেশরাজ ও তার পরিবার এলাকাবাসীর সঙ্গে খুব বেশি মিশত না। মাঝিপাড়া পঞ্চায়েতের সদস্যা রিংকি মজুমদার বলেন, ওরা বাইরের মানুষ, এখানে ভাড়া থাকত। এলাকার কারও সঙ্গে বিশেষভাবে মেলামেশা করত না।
advertisement
আরও পড়ুন- ‘আমি বিধায়ক, কেন পালতে যাব…?’ আদালতে কী বললেন জীবনকৃষ্ণ? বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের!
এদিকে, দেবরাজের কাছে পিস্তল এল কোথা থেকে তা খতিয়ে দেখছে পুলিশ। বীজপুর ও জেঠিয়া থানার পুলিশ যৌথভাবে দেশরাজের বাড়ি সহ গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে।
Rudra Narayan Roy