সেই মত ১৪ এপ্রিল দিঘা মোহনা সহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন মৎস্য খুটি গুলিতে মাইকিং দিয়ে প্রচার শুরু করেছে রাজ্য মৎস্য দফতর। ব্যান পিডিএফ ঘোষণা হতেই সমুদ্র থেকে ফিরছে মৎস্যজীবীদের নৌকো, ভুটভুটি ও ট্রলার। আগামী ৬১ দিন ঘরে বসেই দিন কাটবে মৎস্যজীবীদের।রাজ্য মৎস্য দফতর ৬১ দিনের ব্যান পিরিয়ড ঘোষণা করেছে। যদিও দক্ষিণবঙ্গ মৎস্যজীবী সংগঠন সহ একাধিক মৎস্যজীবী সংগঠনের এবার দাবি ছিল ব্যান পিরিয়ড বাড়ানো হোক। সেই সঙ্গে সঙ্গে মৎস্যজীবীদের জন্য রাজ্য সরকারের ঘোষিত সমুদ্রসাথী প্রকল্প চালু করা হোক।
advertisement
আরও পড়ুন: পুলিশের ৫টি বাইকে আগুন, উল্টে দেওয়া হল প্রিজন ভ্যান! আইএসএফ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ভাঙড়
এ বিষয়ে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী সংগঠনের সভাপতি দেবাশীষ শ্যামল জানান, ‘ চলতি বছর ব্যাংক পিরিয়ড বাড়ানোর দাবি নিয়ে মৎস্য দফতরকে জানানো হয়েছিল। কারণ সামুদ্রিক মাছের উৎপাদনের ভারসাম্য বজায় রাখতে হলে ৬১ দিনের ব্যান পিরিয়ড নয় তা ১৮০ দিনের প্রয়োজন। এছাড়াও রাজ্য সরকারের প্রস্তাবিত সমুদ্রসাথী প্রকল্প এখনও চালু হয়নি। ব্যান পিরিয়ড শুরু হলে। সমস্যায় পড়বে প্রান্তিক মৎস্যজীবীরা।’
আরও পড়ুন: শিশুকে বাঁচাতে গিয়ে উল্টে গেল বাইক, রক্তে ভেসে গেলেন তৃণমূল নেতা ও তাঁর স্ত্রী!
ব্যান পিরিয়ডে মৎস্যজীবীদের যাতে জীবন জীবিকার টান না পড়েতার জন্য রাজ্য সরকার দু মাসের জন্য সমুদ্রসাথী প্রকল্পের ঘোষণা করেছিল। যে প্রকল্পে মাসে ৫ হাজার টাকা করে পাবেন মৎস্যজীবীরা।তবে মৎস্যজীবীদের দাবি, সমুদ্রসাথী প্রকল্প চালু করার কথা ঘোষণা হলেও এখনও তা বাস্তবায়িত হয়নি। ফলে ব্যান পিরিয়ডে তাদের সমস্যায় পড়তে হয়। যদিও মৎস্য দফতর সূত্রে জানা যায় চলতি বছর থেকে সমুদ্রসাথী প্রকল্প বাস্তবায়ন হবে।
সৈকত শী।