আরও পড়ুন: পাঁচ মাসের ঘুম শেষে জেগে উঠে ১০৮ কলসি জল দিয়ে স্নান করেন ছোট মদনমোহন
এদেশের জনগণের একটা বড় অংশ যেমন নোংরা আবর্জনা ফেলার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মবিধি মানে না তেমনই সবটাই যে হতাশার তাও নয়। প্রদীপের তলায় অন্ধকারের মতো এবার খোদ মহকুমাশাসককে দেখা গেল আবর্জনা কুড়িয়ে চারিপাশ পরিষ্কার করতে। শুক্রবার রানাঘাটের মহকুমাশাসক রৌনক আগরওয়াল সাফাই কর্মীদের নিয়ে হাজির হন রানাঘাট মহকুমা হাসপাতালে। সেখানে অন্যদের অনুপ্রেরণা যোগাতে ও অসচেতন নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করতেই নিজের হাতে পরিত্যক্ত প্লাস্টিক আবর্জনা সংগ্রহ করেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
খোদ মহকুমাশাসককে আবর্জনা পরিষ্কার করতে দেখে অন্যরা স্তম্ভিত হয়ে যান। তাঁর পাশাপাশি আবর্জনা পরিষ্কারের হাত লাগান সাফাই কর্মী ও হাসপাতালের আধিকারিকরা।
মৈনাক দেবনাথ





