Rash Mela 2023: পাঁচ মাসের ঘুম শেষে জেগে উঠে ১০৮ কলসি জল দিয়ে স্নান করেন ছোট মদনমোহন

Last Updated:

ছোট মদনমোহন দেব'কে স্নানের আগে প্রথমে আমলকি ও আম গাছের ডাল দিয়ে দাঁত মাজানো হয়। তারপর গায়ে মাখানো হয় তিলবাটা। এরপর দুধ, দই, ঘি, মধু, চন্দন, ডাবের জল ও ১০৮ কলসির জল দিয়ে স্নান সারেন

উত্থান একাদশীতে ছোট মদনমোহনের স্নান
উত্থান একাদশীতে ছোট মদনমোহনের স্নান
কোচবিহার: রাজ ঐতিহ্যে মোড়া জেলা শহর কোচবিহার। আর এই কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন বাড়িকে ঘিরে মানুষের মধ্যে প্রচুর আবেগ আছে। রাস মেলার আগে একেবারে ১০৮ কলসি জল দিয়ে স্নান করানো হয় ছোট মদনমোহন দেবকে। দীর্ঘ সময় ধরে ঘুমনোর পর রাস পূর্ণিমার আগে উত্থান একাদশীর পূণ্য লগ্নে জেগে ওঠেন তিনি। তারপর এই স্নান সারেন।
কোচবিহারের ছোট মদনমোহন দেব’কে স্নানের আগে প্রথমে আমলকি ও আম গাছের ডাল দিয়ে দাঁত মাজানো হয়। তারপর গায়ে মাখানো হয় তিলবাটা। এরপর দুধ, দই, ঘি, মধু, চন্দন, ডাবের জল ও ১০৮ কলসির জল দিয়ে স্নান সারেন। তবে পরে আবার সহস্র ধারা দিয়ে স্নান করানো হয়।
advertisement
advertisement
মদনবাড়ির রাজ পুরোহিত হিরেন্দ্রনাথ ভট্টাচার্য জানান, রথের মেলা শেষে পাঁচ মাসের জন্য হরিশয়ানে যান ছোট মদনমোহন দেব। তারপর আবার রাস মেলার আগে উত্থান একাদশীর পূণ্য লগ্নে জেগে ওঠেন তিনি। এবার ২৬ নভেম্বর মদনবাড়ির রাস যাত্রার শুভ সূচনা হবে। সেদিন থেকে ছোট মদনমোহন মন্দিরের ভেতরের সিংহাসনে বসবেন। রাস শেষ হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন। সেই সময় মন্দিরের বারান্দায় রুপোর সিংহাসনে বসবেন বড় মদনমোহন দেব।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
তিনি আরও জানান, কোচবিহারের প্রাণের মদনমোহন ঠাকুরকে ঘিরে আবেগ রয়েছে সকলের। তাই উত্থান একাদশীর পূণ্য লগ্নে এবার মদনমোহনকে স্বর্ণছত্র অর্পণ করলেন এক ব্যবসায়ী। এদিন স্নানের আগে মদনমোহন মন্দিরের রাজ পুরোহিতের হাতে তুলে দেওয়া হয় এই স্বর্ণছত্র। এছাড়াও এতদিন পর্যন্ত পুঁই শাক ও পটল মদনমোহন দেবের ভোগে দেওয়া বন্ধ ছিল। এবার থেকে দেওয়া হবে রাস মেলা পর্যন্ত।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Rash Mela 2023: পাঁচ মাসের ঘুম শেষে জেগে উঠে ১০৮ কলসি জল দিয়ে স্নান করেন ছোট মদনমোহন
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement