আরও পড়ুন: আধুনিক হবে ঘোজাডাঙা সীমান্ত, পরিদর্শনে ভারত-বাংলাদেশ যৌথ প্রতিনিধি দল
বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-২ ব্লকের সাউরি কোটবাড় গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীবাড় এলাকায় গিয়ে গ্রামের মাঝে গ্রামবাসীদের সঙ্গে মাটিতে বসে তাঁদের অভাব অভিযোগ শুনলেন খোদ মহকুমাশাসক। প্রসঙ্গত এই লোধাপাড়াতেই প্রায় ৭০ টি পরিবারের বসবাস। সম্প্রতি চোলাই মদ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল এখানে। প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করা দেওয়া হয় চোলাইয়ের ব্যবসা। এরপরই গ্রামবাসীরা থেকে প্রশাসনের কাছে কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানান। মহকুমাশাসককে সামনে পেয়ে তাঁরা সেই কথাই আরও একবার জানিয়েছেন। আর সেই কথা মাটির দাওয়ায় বসে শোনেন খড়গপুরের এসডিও।
advertisement
সূত্রের খবর, মহকুমাশাসকের কাছে গ্রামের নানান উন্নয়নের জন্য আবেদন জানান গ্রামবাসীরা। পানীয় জলের ব্যবস্থা সহ সরকারি ভাতার আবেদন জানানো হয়। সামাজিক বিভিন্ন প্রকল্পের সুবিধা কীভাবে গ্রামের মানুষ পাবেন, তাঁদেরকে বুঝিয়ে দেওয়ার পাশাপাশি হাতেনাতে বেশ কয়েকটি আবেদনপত্র পূরণ করে জমা নেওয়া হয়। মহকুমাশাসক, বিডিও ও গ্রাম পঞ্চায়েত প্রধানকে এক মাসের মধ্যে পানীয় জল সরবরাহের পাম্প বসানো নির্দেশ দেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এদিকে মহকুমাশাসককে কাছে পেয়ে খুশি লোধা পাড়ার মানুষজন। তাঁরা জানান, এর আগে এমন বড় মাপের কোনও সরকারি আধিকারিক তাঁদের বাড়ির মাটির দাওয়ায় বসে কথা শোনেনি।
রঞ্জন চন্দ