মূলত গ্রাম্য এলাকার স্কুলগুলিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনার প্রতি খুব বেশি আগ্রহ দেখা যায় না ছাত্র-ছাত্রীদের। সেই ধারাবাহিকতা ছেদ করে পরিস্থিতিতে বদল আনতে বিজ্ঞান বিষয়ক এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় বহু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। তাদের হাতে-কলমে বিভিন্ন গাছপালা ও প্রাকৃতিক উপকরণ তুলে দিয়ে শেখানো হয় বিজ্ঞানের নানা প্রক্রিয়া ও ধারণা। এতে শিক্ষার্থীরা শুধু পড়াশোনার মাধ্যমে নয়, বাস্তবের সাথে মিলিয়ে বিজ্ঞানের ব্যবহারিক দিকগুলি অনুধাবন করতে পেরেছে।
advertisement
আরও পড়ুন: ব্যবসায়ীদের উপর চড়াও! অভিযোগ উঠতেই ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল
শিক্ষকদের মতে, এই ধরনের হাতে-কলমে শিক্ষা শিক্ষার্থীদের কৌতূহল বাড়ায় এবং ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনার প্রতি আগ্রহী করে তোলে। অন্যদিকে, ছাত্র-ছাত্রীরাও জানায় যে বইয়ের বাইরে এভাবে বিজ্ঞানের অভিজ্ঞতা তাদের কাছে আরও আকর্ষণীয় ও সহজবোধ্য মনে হয়েছে। এই কর্মশালা বসিরহাটের শিক্ষাক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় মহল মনে করছে, ভবিষ্যতে আরও বেশি করে এমন আয়োজন হলে পড়ুয়াদের বিজ্ঞানপ্রেম ও গবেষণামুখী মনোভাব গড়ে উঠবে।