ব্যবসায়ীদের উপর চড়াও! অভিযোগ উঠতেই ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

Last Updated:

চঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে হাবড়ার পি এল মেডিকেল গলি এলাকায়। জানা গিয়েছে, অভিযুক্ত জয়ন্ত সর তৃণমূলের সক্রিয় কর্মী। দীর্ঘদিন ধরে শাসকদলের সঙ্গে যুক্ত। হাওড়ায় যথেষ্ট পরিচিত মুখ। অভিযোগ, বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় দলবল নিয়ে হাবড়ার পি এল মেডিকেল গলি এলাকায় অনুষ্ঠিত গণেশ পুজোর সঙ্গে জড়িত ব্যবসায়ীদের উপর চড়াও হন

সাসপেন্ড করল টিএমসি
সাসপেন্ড করল টিএমসি
হাবড়া, উত্তর ২৪ পরগণা, জিয়াউল আলম: গণেশ পুজোকে কেন্দ্র করে ঝামেলা। মদ্যপ অবস্থায় ব্যবসায়ীদের সঙ্গে দাদাগিরির অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। গ্রেফতার করে জয়ন্ত সর নামে ওই তৃণমূল কর্মীকে। এরপরই কঠোর পদক্ষেপ শাসক দলের। সাংবাদিক সম্মেলন করে ধৃত দলীয় কর্মীকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস।
চঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে হাবড়ার পি এল মেডিকেল গলি এলাকায়। জানা গিয়েছে, অভিযুক্ত জয়ন্ত সর তৃণমূলের সক্রিয় কর্মী। দীর্ঘদিন ধরে শাসকদলের সঙ্গে যুক্ত। হাওড়ায় যথেষ্ট পরিচিত মুখ। অভিযোগ, বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় দলবল নিয়ে হাবড়ার পি এল মেডিকেল গলি এলাকায় অনুষ্ঠিত গণেশ পুজোর সঙ্গে জড়িত ব্যবসায়ীদের উপর চড়াও হন জয়ন্ত। খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাজির হয়। গ্রেফতার করে অভিযুক্ত জয়ন্ত সর’কে থানায় নিয়ে আসে।
advertisement
আরও পড়ুন: রেল লাইনের ধার দিয়ে হাঁটছিলেন, তীব্র গতিতে এসে দূরপাল্লার ট্রেনের ধাক্কা!
দলীয় কর্মীর বিরুদ্ধে এমন অভিযোগের পরই কঠোর পদক্ষেপ করে তৃণমূল। শুক্রবার দুপুরে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল কংগ্রেসের হাবড়া টাউন সভাপতি সিতাংশু দাস। সেখানেই তিনি ৬ বছরের জন্য জয়ন্ত সর’কে দল থেকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন।
advertisement
এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন জয়ন্ত সর। গোটা ঘটনার দায় অস্বীকার করে তিনি বলেন, ব্যবসায়ীদের আয়োজিত পি এল মেডিকেল গলির গণেশ পুজো গত কয় বছর ধরে রাস্তা আটকে হচ্ছে। ফলে যাতায়াতের অসুবিধায় পড়ছে স্থানীয় বাসিন্দারা। তিনি শুধু ওই ঘটনার প্রতিবাদ করেছিলেন বলে দাবি সদ্য সাসপেন্ড হওয়া তৃণমূল কর্মীর।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ব্যবসায়ীদের উপর চড়াও! অভিযোগ উঠতেই ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement