২০১৮ থেকে ২০৫০ সালের মধ্যে বিশ্বের শহুরে জনসংখ্যার বৃদ্ধি সংক্রান্ত যে অনুমান করা হয়েছে, সেখানে ভারত এগিয়ে রয়েছে। ভারতের শহুরে জনসংখ্যার অনুপাত ১৯০১ সালে ১১ শতাংশ থেকে বেড়ে ২০১৭ সালে প্রায় ৩৭.৭ শতাংশ হয়েছে, যা সম্পদের ভিত্তির উপর আরও চাপ যুক্ত করেছে। বর্তমানে ক্রমবর্ধমান জনসংখ্যাকে খাওয়ানোর জন্য ধানের মত ফসল, যেখানে জল বেশি লাগে, সেখানে সেচের জন্য ভূগর্ভস্থ জল একটি প্রধান উৎস। তবে সারের অত্যধিক ব্যবহার ও ভূগর্ভস্থ জলের অত্যধিক শোষণের উপর শর্তও ছিল।
advertisement
আরও পড়ুন: রোজগারের নতুন দিশা! পুকুর থাকলেই মিলছে বিনামূল্যে মাছ! দুর্দান্ত পদক্ষেপ প্রশাসনের
শুধুমাত্র এই কারণে, গাঙ্গেয় সমভূমিতে জলস্তর প্রতি বছর ৪ সেন্টিমিটার কমে যাচ্ছে। আর এসবের কারণেই জলের অপচয় বন্ধ করতে এক বিরাট পদক্ষেপ নিয়েছেন বীরভূমের একটি স্কুল কড়িধ্যা যদুরায় মেমরিয়াল অ্যান্ড পাবলিক ইন্সটিউশন। কি সেই পদক্ষেপ? মূলত স্কুলের ছাত্রছাত্রীদের হাত ধোয়ার জন্য বা বোতলে জল ভরতে গিয়ে যে জল পড়ে যায়, সেই জল যেন অপচয় না হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই লক্ষ্য নিয়ে এক বিশেষ পদ্ধতিতে পাইপ লাইনের মাধ্যমে ৩০ ফুট নীচে নামিয়ে সেই জল আবার ভূগর্ভস্থ রিচার্জ করে দেওয়া হচ্ছে। এর ফলে একদিকে যেমন জলের অপচয় বন্ধ হচ্ছে, ঠিক তেমনই জলসংকট থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে বলেই আশা করা হচ্ছে।
সৌভিক রায়





