আরও পড়ুন: প্রকৃতির সঙ্গে ইতিহাসের মেলবন্ধন, ছোট্ট ছুটিতে ঘুরে আসুন বাঁকুড়ার খাতড়া
উল্লেখ্য, নদী আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কৃষি, মাছ ধরা, পরিবহন ও দৈনন্দিন ব্যবহারের জন্য নদীর জল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আজকের দিনে এই অমূল্য সম্পদটি ক্রমাগত দূষণের শিকার হচ্ছে। শিল্প কারখানার বর্জ্য, গৃহস্থালির আবর্জনা, রাসায়নিক সার ও কীটনাশকসহ নানা রকম দূষিত পদার্থ নদীতে ফেলা হচ্ছে। যার ফলে নদীর জল ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে এবং জলজ প্রাণীও হুমকির মুখে পড়ছে।
advertisement
আরও পড়ুন: নিম্নচাপ হুঁশিয়ারি! বজ্রবিদ্যুৎ-ঝড়-বৃষ্টি-শিলাবৃষ্টি সতর্কতা দক্ষিণবঙ্গে, কী হবে কলকাতায়?
নদী দূষণের প্রভাবে মানুষের স্বাস্থ্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবাহিত রোগ ছড়াচ্ছে, ফসলের উৎপাদন কমে যাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োগযোগ্য আইন প্রণয়ন ও কার্যকর করতে হবে। শিল্প বর্জ্য পরিশোধনের ব্যবস্থা, প্লাস্টিক ব্যবহার কমানো এবং নদী তীরবর্তী এলাকায় সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করাও জরুরি।
এদিন ছাত্র-ছাত্রীদের দিয়ে গঙ্গার পাড়ের বিভিন্ন নোংরা আবর্জনা পরিষ্কার করে সাধারণ মানুষকে একটি ইতিবাচক বার্তা দিলেন শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।
Mainak Debnath





