স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বালি বোঝাই একটি ডাম্পার বিষ্ণুপুর শহরের বাইপাস ধরে ভগৎ সিং মোড়ের দিক থেকে বিড়াই মোড়ের দিকে বেপরোয়া গতিতে যাচ্ছিল। ভগৎ সিং মোড়ের কাছের রাস্তায় চলন্ত একটি বাইককে ধাক্কা দেয় বালি বোঝাই ডাম্পারটি। এতেই ডাম্পারের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপর ডাম্পারটি রাস্তার ধারে উল্টে যায়।

advertisement

আরও পড়ুনঃ গাড়িতে ধাক্কা মারা নিয়ে বচসা! চারচাকার চালককে লরির সঙ্গে হিঁচড়ে নিয়ে গেলেন লরি চালক, অমানবিক ঘটনার সাক্ষী বিষ্ণুপুর

সেই সময় ভগৎ সিং মোড়ে নিজের চায়ের দোকান বন্ধ করে ওই রাস্তা দিয়ে সাইকেলে করে গোপালপুর এলাকায় নিজের বাড়িতে ফিরছিলেন অভিজিৎ নন্দী। বালি বোঝাই ডাম্পারটি তাঁর গায়ের উপর এসে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় ডাম্পারটিকে সরিয়ে অভিজিৎবাবুর দেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

advertisement

এদিকে এই ঘটনার খবর সংগ্রহ করতে গেলে ঘটনাস্থলে থাকা বেশ কিছু মদ্যপ যুবক সংবাদমাধ্যমের কর্মীদের উপর চড়াও হয়ে হেনস্থা করে। পাশাপাশি সংবাদমাধ্যমের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা চলে। গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় কাউন্সিলর।