স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এলাকার জনা সাতেক পর্যটক একটি চারচাকা গাড়িতে করে প্রথমে ঝাড়খণ্ডের দেওঘরে যান। সেখান থেকে গতকাল সন্ধ্যায় ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে দিঘার দিকে যাচ্ছিলেন। বাঁকুড়ার বিষ্ণুপুর থানার মড়ার ১ নম্বর ক্যাম্পের সামনে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে খাবার খেতে যান পর্যটকেরা। সেই সময় পিছন থেকে আসা লোহার রড বোঝাই একটি লরি দাঁড়িয়ে থাকা গাড়িটিকে ধাক্কা দিলে সেই গাড়ির চালকের সঙ্গে লরি চালকের বচসা বাঁধে।
advertisement
আরও পড়ুনঃ ক্রেতা সেজে গয়নার দোকানে চুরি! ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের ধরল পুলিশ, উদ্ধার চুরি যাওয়া সামগ্রী
অভিযোগ, এই সময় লরি চালক দূর্যয় শিকদার নামে ওই চারচাকা গাড়ির চালকের জামার কলার শক্ত করে ধরে প্রচন্ড গতিতে লরি চালাতে শুরু করেন। দূর্যয়কে এভাবে প্রায় ৩ কিলোমিটার হিঁচড়ে নিয়ে যান লরি চালক। ঘটনায় গুরুতর আহত হন তিনি। এই ঘটনা দেখে স্থানীয় উত্তেজিত জনতা ও পথ বন্ধুর কর্মীরা লরিটিকে ধাওয়া করে। মড়ার চাতাল মোড়ের কাছে তাঁরা লরিটিকে ধরে ফেলে। এরপর লরির চালককে বেধড়ক মারধর শুরু করে উত্তেজিত স্থানীয় জনতা। ভাঙচুর চালানো হয় লরিটিতেও।
এই ঘটনার খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে প্রথমে বচসা ও পরে হালকা হাতাহাতি হয় উত্তেজিত জনতার। পরে পুলিশ আহত লরি চালক ও পর্যটকদের গাড়ির চালককে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায়। ফিল্মি কায়দায় লরি চালকের এই অত্যন্ত অমানবিক কাজের জন্য তাঁর কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে এলাকাবাসী। একইসঙ্গে জাতীয় সড়কে পুলিশের নজরদারি বৃদ্ধির দাবিও জানিয়েছেন তাঁরা।
