ডোমজুড়ের বেগড়ি হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র অয়ন দাস ও প্লাবন পাল। সম্প্রতি সল্টলেকে আয়োজিত ২৮তম জাতীয় বিজ্ঞান প্রদর্শনীতে তাদের এই আবিষ্কার প্রথম স্থান দখল করেছে। ২৮ তম জাতীয় বিজ্ঞান প্রদর্শনীতে একশোটিরও বেশি স্কুলের পড়ুয়ারা অংশ নেয়|
অভিনব এই হুইলচেয়ারের বৈশিষ্ট্য হল হাত, পা, এমনকি চোখের মণি দিয়েও নিয়ন্ত্রণ করতে পারবেন এই চেয়ার। শারীরিক সমস্যা হলে সংযুক্ত মোবাইলে পৌঁছে যাবে অ্যালার্ট মেসেজ। এই হুইল চেয়ারে বসে ব্যবহারকারী টিভি, আলো, পাখার মতো গৃহস্থালির যন্ত্র নিয়ন্ত্রণ করতে পারবেন। ১২ ভোল্ট ব্যাটারিতেই চলবে গোটা সিস্টেম। ১৫ হাজার টাকার মধ্যেই তৈরি করা যাবেএমন একটি চেয়ার। অয়ন ও প্লাবন জানান, এই হুইল চেয়ার তৈরি করতে সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। তবে সংখ্যায় বেশি হলে এটি ১২ হাজার টাকাতেও তৈরি করা সম্ভব। জেলা স্কুল পরিদর্শক আসানুল করিম বলেন, ‘জাতীয় বিজ্ঞান প্রদর্শনীতে জেলার এই প্রাপ্তি অত্যন্ত গর্বের।’ স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব গিরি বলেন, ‘সিনিয়র ও জুনিয়র দুই বিভাগেই আমাদের স্কুলের মডেল মূল পর্বে বিবেচিত হয়। দুই পড়ুয়ার এই সাফল্যে আমরা গর্বিত।’
advertisement