মৃত ওই ছাত্রের নাম রাজগুরু চট্টোপাধ্যায় (১৪)। বর্ধমান শহরের অরবিন্দ পল্লির বাসিন্দা রাজগুরু। সে বর্ধমান টাউন স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। ঘটনায় শোকস্তব্ধ তার সহপাঠীরা।
আরও পড়ুন: ভিড় বাসে অভব্য আচরণ? বেপরোয়া গতি? আর নয়! চলতি মাসেই 'বড়' পদক্ষেপ
রাজগুরুর বাবা জয়ন্ত চট্টোপাধ্যায় জানান, মঙ্গলবার দুপুরে স্কুল থেকে ফেরার পর খাওয় দাওয়া সেরে বাড়িতেই ছিল রাজগুরু। সে সময় এক বন্ধু খেলার জন্য ডেকে নিয়ে যায়। ওই বন্ধুর সঙ্গেই বেরিয়ে যায় রাজগুরু। তারপর আর বাড়ি ফেরেনি। খোঁজ করতে গিয়ে তার মর্মান্তিক পরিণতির কথা জানতে পারেন জয়ন্তবাবু।
advertisement
আরও পড়ুন: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অসুস্থ সবাই, মৃত্য়ু হল দু' জনের! পূর্বস্থলীতে চাঞ্চল্য়
তিনি বলেন, সন্ধ্যায় টিউশন পড়তে যাওয়ার কথা ছিল। ও বাড়িতে না ফেরায় খুঁজতে বের হই। তখনই এক পরিচিত মারফত জানতে পারি ছেলে রেলে কাটা পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকালে কালনা গেট বাঁকা ব্রিজের কাছে খেলতে গিয়েছিল রাজগুরু। খেলার সময় একটি ঘুড়ি উড়ে আসতে দেখে সে। খেলা ছেড়ে ঘুড়িটিকে ধরতে গিয়ে রেল লাইনের উপর চলে গিয়েছিল সে। তখনই দুরন্ত গতিতে আসা একটি ট্রেন তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজগুরুর। পরে জিআরপি তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্য়াল কলেজের পুলিশ মর্গে পাঠায়। একমাত্র ছেলের মৃত্যু সংবাদে শোকে বিহ্বল গোটা পরিবার। খেলতে বেরিয়ে যে ছেলে চিরদিনের মতো হারিয়ে যাবে ভাবতে পারছেন না বাবা-মা। ওই স্কুল ছাত্রের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।