পশ্চিম মেদিনীপুরের খাকুড়দা এলাকার ভগবতী দেবীর শিক্ষা নিকেতনের পক্ষ থেকে আয়োজন করা হয় শীতকালীন দুই দিনের শিবিরের। যেখানে সকল ছেলেমেয়েরা একসঙ্গে খেলাধুলো, ক্যাম্প-ফায়ার এমনকি বন্ধুদের সঙ্গে রাত্রিযাপন করে বিদ্যালয়ে। প্রসঙ্গত কেউ কেউ থাকে বিদ্যালয়ের হোস্টেলে, কেউ থাকে বাড়িতে। শুধুমাত্র বিদ্যালয়ের সময় বাদ দিয়ে বন্ধুদের সঙ্গে আলাপচারিতা, পড়াশোনা কিংবা সাংস্কৃতিক আদান প্রদান হয় না। তাই ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশ, এবং নৈতিক শিক্ষা দিতে বিদ্যালয়ে আয়োজিত হয় এই শিবিরের।
advertisement
আরও পড়ুন : স্কুলছুটদের ফেরাতে ক্লাসরুম ছেড়ে গ্রামে হাজির শিক্ষিকা ও কন্যাশ্রীরা
স্বাভাবিকভাবে চেনা ছন্দের বাইরে গিয়ে শিক্ষকদের সঙ্গে একাত্ম হওয়া এবং বন্ধু সুলভ আচরণে খুশি পড়ুয়ারা। এই শিবিরে প্রায় ২ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়। বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার পরের দিনই আয়োজন করা হয়শিবিরের। নিজেদের আলোচনায় ছাত্র-ছাত্রীরা শ্যাডো আর্ট কিংবা বিভিন্ন ভাষায় রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে। ছিল নাটক, নাচের আয়োজনও।
আরও পড়ুন : রাজ্যস্তরের সাঁতারে মেদিনীপুরের জয়জয়কার,জেলার ঝুলিতে সোনা, রূপো ও ব্রোঞ্জ
সিলেবাস, পড়াশোনা, ক্লাসরুম,স্যার-ম্যাডাম এই ছকের মধ্যেই সারাটা বছর আবদ্ধ থাকে ছাত্রছাত্রীরা।সেই ছক ভেঙ্গে শিশুদের মধ্যে পড়াশোনা এবং বিদ্যালয়ের প্রতি আগ্রহ আনতে শিক্ষামূলক এই শিবিরের আয়োজন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
প্রতিটি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিদ্যালয়ের প্রতি ভীতি কাটাতে এই ধরনের শিবির বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিক্ষামহল।
রঞ্জন চন্দ