TRENDING:

School: স্কুলের মধ্যে ছোট্ট গর্ত থেকে কী বেরচ্ছে! সর্বনাশ! হাসনাবাদে ভয়ঙ্কর ঘটনা, আতঙ্কে মানুষ

Last Updated:

School: এই স্কুলের পাশেই একটি ছোট্ট গর্ত দিয়ে সকাল থেকে হালকা ধোয়া বের হচ্ছে, উৎসুক মানুষ সেই ধোঁয়া দেখতে গেলে তাদের চোখমুখ জ্বালা করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনুপম সাহা, হাসনাবাদ: গর্ত থেকে বেরোচ্ছে ঝাঁঝালো গ্যাস এবং হালকা ধোঁয়া। চোখ মুখ জ্বালা করছে এবং নাকে গেলে দমের কষ্ট হচ্ছে। যা দেখতে একদিকে যেমন মানুষ ভিড় জমিয়েছেন, অন্যদিকে মানুষের মনে আতঙ্ক। হাসনাবাদের মাখালগাছা কৃষ্ণপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

এই স্কুলের পাশেই একটি ছোট্ট গর্ত দিয়ে সকাল থেকে হালকা ধোয়া বের হচ্ছে, উৎসুক মানুষ সেই ধোঁয়া দেখতে গেলে তাদের চোখমুখ জ্বালা করছে। মানুষের মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মী প্রদীপ্ত সরকার বলেন, মাটির নিচে কিছু পচা জিনিস বহুদিন ধরে থাকতে পারে যার থেকে মিথেন গ্যাস তৈরি হয়েছে এবং গর্ত দিয়ে সেই গ্যাসই বার হচ্ছে।

advertisement

আরও পড়ুন: কী ভয়ঙ্কর অবস্থা! গরমে এক ব্যক্তির যেভাবে মৃত্যু হল, আঁতকে উঠছে গোটা দেশ

ওই গ্যাসে চোখমুখ জ্বালা করে অনেক সময় আগুনে ধরে যায়। এমনকি ছোটখাটো বিস্ফোরণ হয়। সাধারণ মানুষের কাছে তাদের আবেদন, কেউ আতঙ্কিত হবেন না। তবে সাবধানে থাকবেন।

এলাকার মানুষ হাসনাবাদ থানার পুলিশকে খবর দিয়েছে। হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকেও ঘটনাস্থলে যান প্রতিনিধিরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
School: স্কুলের মধ্যে ছোট্ট গর্ত থেকে কী বেরচ্ছে! সর্বনাশ! হাসনাবাদে ভয়ঙ্কর ঘটনা, আতঙ্কে মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল