Delhi Weather: কী ভয়ঙ্কর অবস্থা! গরমে এক ব্যক্তির যেভাবে মৃত্যু হল, আঁতকে উঠছে গোটা দেশ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Delhi Weather: এক চিকিৎসক জানান, হিট স্ট্রোকে আক্রান্ত রোগীকে হাসপাতালে সোমবার আনা হয়েছিল, বুধবার তাঁর মৃত্যু হয়।
নয়াদিল্লি: দিল্লিতে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে এই ঘটনা ঘটেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, মৃত ব্যক্তির জ্বর হয়েছিল। শরীরের তাপমাত্রা পৌঁছেছিল ১০৭ ডিগ্রি ফারেনহাইটে, যা স্বাভাবিকের থেকে ১০ ডিগ্রি বেশি।
এক চিকিৎসক জানান, হিট স্ট্রোকে আক্রান্ত রোগীকে হাসপাতালে সোমবার আনা হয়েছিল, বুধবার তাঁর মৃত্যু হয়। তার শরীরের তাপমাত্রা ছিল থার্মোমিটারের পরিমাপের সীমার চেয়ে বেশি। চিকিৎসকরা বলছেন, তাপপ্রবাহ দিল্লির দুর্বল মানুষদের হত্যা করছে।
advertisement
advertisement
জনগণকে হাইড্রেটেড থাকতে, হালকা রঙের সুতি এবং ঢিলেঢালা পোশাক পরতে অনুরোধ করেছেন এবং সকাল ১১ টা থেকে বিকাল ৫ টার মধ্যে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকরা বলেছেন, মৃত ব্যক্তি যে ঘরে থাকতেন, সেখানে পাখা বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ছিল না। অতিরিক্ত গরমের কারণেই তাঁর শরীরের তাপমাত্রা অত বৃদ্ধি পেয়েছিল বলেও মনে করছেন চিকিৎসকেরা।
advertisement
মৃত ব্যক্তি বিহারের দ্বারভাঙার বাসিন্দা বলে জানা গিয়েছে। গ্রীষ্মকালে এ বছর দিল্লিতে এই প্রথম হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হল। বুধবারই ৫০ ডিগ্রি পেরিয়েছে রাজধানী দিল্লির তাপমাত্রা। দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ৫২.৯ ডিগ্রি সেলসিয়াসে, যা দেশের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা বলে মনে করছেন অনেকে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2024 12:27 PM IST