হঠাৎ করে বেতন বৃদ্ধির প্রতিবাদে এদিন সকাল থেকে অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্কুলের প্রিন্সিপাল ও কোন ম্যানেজিং কমিটির সদস্য এসে অভিভাবকদের সঙ্গে কথা না বলার কারনে অভিভাবকরা স্কুলের মধ্যে বিক্ষোভ শুরু করেন। ক্ষুব্দ অভিভাবকরাই স্কুল গেটে তালা দিয়ে দেয়। অভিভাবকদের দাবি যতক্ষণ না পর্যন্ত বেতন বৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তন করা হচ্ছে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে । বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রিন্সিপাল সুজাতা চক্রবর্তী জানান, গতকাল সমস্ত অভিভাবকদের নিয়ে বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । এখনো পর্যন্ত কোন লিখিত নোটিশ দেওয়া হয়নি ।
advertisement
আরও পড়ুন - ঋতুস্রাবে আর কাপড় নয়, মহিলাদের মধ্যে সচেতনতা বাড়াতে স্যানিটার প্যাড বিতরণ
বেসরকারি স্কুলে বেতন বাড়বে না তো কি হবে । কিন্তু এখনো বেতন বাড়ানোর কোন কথা বলা হয়নি। তবে স্কুল কর্তৃপক্ষ অবশ্য আগেই অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে বলে দাবি করলেও, অভিভাবকদের তরফ থেকে তেমন কোন বিজ্ঞপ্তি স্কুলের তরফ থেকে দেওয়া হয়নি বলেই দাবি করা হয়। বিক্ষোভ সামাল দিতে পুলিশি হস্তক্ষেপেরও দাবি জানানো হয়।
Rudra Narayan Roy