TRENDING:

School: স্কুলে পড়ুয়া আছে, শিক্ষক নেই! পরীক্ষার হলে কে গার্ড দিচ্ছে জানেন? চমকে যাবেন

Last Updated:

School: ভয়াবহ অবস্থা স্কুলের! শিক্ষক নেই একজনও, পরীক্ষা চলছে পড়ুয়াদের! অবশেষে কাকে দিতে হল গার্ড? জানলে সত্যিই অবাক হবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: স্কুলের ভবন রয়েছে দোতলা। পড়ুয়া সংখ্যা মোট ৭১ জন কিন্তু কোনও স্থায়ী শিক্ষক নেই। মাত্র এক জন অতিথি শিক্ষক নাম বদরুল ইসলাম তার কাঁধে স্কুলের সব দায়িত্ব। তিনিই শিক্ষক তিনিই শিক্ষা কর্মী। এই পরিস্থিতিতে হরিহরপাড়ার শ্রীপুর জুনিয়র হাই স্কুলে বার্ষিক পরীক্ষার ঘরে নজরদারি করতে দেখা গেল স্কুলেরই মিডডে মিলের রন্ধনকর্মী রেকসোনা বিবিকে। কয়েকদিন ধরে শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা দুটি শ্রেণি কক্ষে চারটি শ্রেণির পরীক্ষা চলছে। একা পরীক্ষা চালাতে হিমশিম খাচ্ছেন অতিথি শিক্ষক বদরুল।
advertisement

ফলে একটি শ্রেণিকক্ষে নজরদারের ভুমিকায় নিয়েছেন রাঁধুনি রেকসোনা। গত কয়েকদিন ধরে মেয়েদের ঘরে গার্ড দিচ্ছেন তিনি। অন্যদিকে ছেলেদের ঘরেও গার্ড দিচ্ছেন অতিথি শিক্ষক বদরুল।অতিথি শিক্ষক বলেন একাই চারটি শ্রেণি সামলাতে হয়, এখন দুটি ঘরে পরিক্ষা চলছে। ফলে এক প্রকার বাধ্য হয়েই পড়ুয়াদের উপর নজরদারির কাজ করার জন্য মিড ডে মিলের রাঁধুনিকে বলেছি। তাই তিনি পরীক্ষার গার্ড দিচ্ছেন।

advertisement

আরও পড়ুন: সামনেই মার্গশীর্ষ পূর্ণিমা! এই দিনে করুন সহজ এই কাজ! ভাগ্যে সোনা ফলবে

২০১০ সালে তৈরি হয় শ্রীপুর জুনিয়র হাই স্কুল। একজন স্থায়ী শিক্ষক ও দুই জন অতিথি শিক্ষক দিয়ে শুরু হয় পঠনপাঠন। দুই অতিথি শিক্ষকের চাকরির মেয়াদ শেষ হয়েছে। নতুন করে অতিথি শিক্ষক হিসেবে কাজে যোগ দিন বদরুল। বছর কয়েক আগে অন্য স্কুলে বদলি হয়ে যান ওই স্কুলের একমাত্র স্থায়ী শিক্ষক। ফলে বর্তমানে একাই স্কুল সামলান বদরুল বলেই জানা যায়। এই অতিথি শিক্ষক বদরুল ইসলামের চাকরির মেয়াদ আর মাত্র এক বছর। নতুন করে শিক্ষক নিয়োগ না হলে স্কুলে পড়ানোর কেউ থাকবে না। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
School: স্কুলে পড়ুয়া আছে, শিক্ষক নেই! পরীক্ষার হলে কে গার্ড দিচ্ছে জানেন? চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল