Margashirsha Purnima 2024: সামনেই মার্গশীর্ষ পূর্ণিমা! এই দিনে করুন সহজ এই কাজ! ভাগ্যে সোনা ফলবে

Last Updated:
Margashirsha Purnima 2024: মার্গশীর্ষ পূর্ণিমায় এই কাজ করলে সুখ-টাকা-আনন্দে ভরে যাবে জীবন! জানুন জ্যোতিষীর মত
1/8
১৪ ডিসেম্বর সন্ধ্যা ৪টে ৫৮ মিনিটে মার্গশীর্ষ পূর্ণিমা বা অগ্রহায়ণ পূর্ণিমা তিথির সূচনা হবে। এটি অগ্রহায়ণ পূর্ণিমা নামেও পরিচিত। এই তিথি সমাপ্ত হবে ১৫ ডিসেম্বর দুপুর ২টো ৩১ মিনিটে। এমন পরিস্থিতিতে রবিবার পূর্ণিমা তিথির ব্রত পালন করা হবে। এই দিনে বেশ কিছু কাজ করলে মিলবে সুফল ।এছাড়াও এই দিনে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করলে জীবনে সুখ-শান্তির আগমন ঘটে।
১৪ ডিসেম্বর সন্ধ্যা ৪টে ৫৮ মিনিটে মার্গশীর্ষ পূর্ণিমা বা অগ্রহায়ণ পূর্ণিমা তিথির সূচনা হবে। এটি অগ্রহায়ণ পূর্ণিমা নামেও পরিচিত। এই তিথি সমাপ্ত হবে ১৫ ডিসেম্বর দুপুর ২টো ৩১ মিনিটে। এমন পরিস্থিতিতে রবিবার পূর্ণিমা তিথির ব্রত পালন করা হবে। এই দিনে বেশ কিছু কাজ করলে মিলবে সুফল ।এছাড়াও এই দিনে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করলে জীবনে সুখ-শান্তির আগমন ঘটে।
advertisement
2/8
জ্যোতিষবীদ কৌশিক শাস্ত্রী জানাচ্ছেন, এই তিথিতে ভোর ৫টা ১৭ মিনিট থেকে সকাল ৬টা ১২ মিনিট পর্যন্ত পবিত্র নদীতে স্নানের শ্রেষ্ঠ সময়। এর পর সকাল ১১টা ৫৬ মিনিট থেকে দুপুর ১২টা ৩৭ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে। এই সময় স্নান ও দান কর্ম করলেও সুফল পাবেন। উল্লেখ্য অগ্রহায়ণ পূর্ণিমার দিনে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে চন্দ্রোদয় হবে।
জ্যোতিষবীদ কৌশিক শাস্ত্রী জানাচ্ছেন, এই তিথিতে ভোর ৫টা ১৭ মিনিট থেকে সকাল ৬টা ১২ মিনিট পর্যন্ত পবিত্র নদীতে স্নানের শ্রেষ্ঠ সময়। এর পর সকাল ১১টা ৫৬ মিনিট থেকে দুপুর ১২টা ৩৭ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে। এই সময় স্নান ও দান কর্ম করলেও সুফল পাবেন। উল্লেখ্য অগ্রহায়ণ পূর্ণিমার দিনে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে চন্দ্রোদয় হবে।
advertisement
3/8
ধর্মীয় ধারণা অনুযায়ী মার্গশীর্ষ পূর্ণিমার দিনে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করলে জীবনে সুখ-শান্তির আগমন ঘটে। এ ছাড়াও ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ও ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করে। আবার এই তিথিতে সন্ধ্যাবেলা চন্দ্র অর্ঘ্য দিলে কোষ্ঠীতে উপস্থিত চন্দ্র দোষ দূর হয় ও চন্দ্রমা মজবুত হয়।
ধর্মীয় ধারণা অনুযায়ী মার্গশীর্ষ পূর্ণিমার দিনে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করলে জীবনে সুখ-শান্তির আগমন ঘটে। এ ছাড়াও ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ও ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করে। আবার এই তিথিতে সন্ধ্যাবেলা চন্দ্র অর্ঘ্য দিলে কোষ্ঠীতে উপস্থিত চন্দ্র দোষ দূর হয় ও চন্দ্রমা মজবুত হয়।
advertisement
4/8
এই তিথিতে সাদা জিনিসের দান অত্যন্ত শুভ মনে করা হয়। এই পূর্ণিমা বত্তিসী পূর্ণিমা নামে পরিচিত। এই তিথিতে কিছু দান করলে তার ৩২ গুণ ফলাফল লাভ করা যায়। পাশাপাশি এটি মোক্ষদায়িনী পূর্ণিমা নামেও পরিচিত।
এই তিথিতে সাদা জিনিসের দান অত্যন্ত শুভ মনে করা হয়। এই পূর্ণিমা বত্তিসী পূর্ণিমা নামে পরিচিত। এই তিথিতে কিছু দান করলে তার ৩২ গুণ ফলাফল লাভ করা যায়। পাশাপাশি এটি মোক্ষদায়িনী পূর্ণিমা নামেও পরিচিত।
advertisement
5/8
এই তিথিতে সকালবেলা উঠে স্নান করে সূর্যকে জল নিবেদন করুন ও তার পর ব্রতর সংকল্প নিন। এ দিন হলুদ রঙের পোশাক ধারণ করবেন।
এই তিথিতে সকালবেলা উঠে স্নান করে সূর্যকে জল নিবেদন করুন ও তার পর ব্রতর সংকল্প নিন। এ দিন হলুদ রঙের পোশাক ধারণ করবেন।
advertisement
6/8
এর পর ঠাকুরঘর পরিষ্কার করে লক্ষ্মী নারায়ণের মূর্তিকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। এ সময় ওম নমো নারায়ণ মন্ত্র জপ করবেন।
এর পর ঠাকুরঘর পরিষ্কার করে লক্ষ্মী নারায়ণের মূর্তিকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। এ সময় ওম নমো নারায়ণ মন্ত্র জপ করবেন।
advertisement
7/8
সবার আগে ফুল, সুগন্ধী দ্রব্য নিবেদন করুন বিষ্ণুকে। লক্ষ্মীকে গোলাপ ফুল অর্পণ করুন। পুজোর পর পূর্ণিমার ব্রতকথা পাঠ করুন। ঘিয়ের প্রদীপ জ্বালান। অবশেষে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করুন।
সবার আগে ফুল, সুগন্ধী দ্রব্য নিবেদন করুন বিষ্ণুকে। লক্ষ্মীকে গোলাপ ফুল অর্পণ করুন। পুজোর পর পূর্ণিমার ব্রতকথা পাঠ করুন। ঘিয়ের প্রদীপ জ্বালান। অবশেষে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করুন।
advertisement
8/8
পূর্ণিমায় রাত্রি জাগরণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এমন না-করলেও বিষ্ণুর ছবির সামনে মেঝেতে ঘুমান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মার্গশীর্ষ পূর্ণিমার ব্রত পালন করলে ৩২ গুণ বেশি ফল পাওয়া যায়।
পূর্ণিমায় রাত্রি জাগরণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এমন না-করলেও বিষ্ণুর ছবির সামনে মেঝেতে ঘুমান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মার্গশীর্ষ পূর্ণিমার ব্রত পালন করলে ৩২ গুণ বেশি ফল পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement