Margashirsha Purnima 2024: সামনেই মার্গশীর্ষ পূর্ণিমা! এই দিনে করুন সহজ এই কাজ! ভাগ্যে সোনা ফলবে
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Margashirsha Purnima 2024: মার্গশীর্ষ পূর্ণিমায় এই কাজ করলে সুখ-টাকা-আনন্দে ভরে যাবে জীবন! জানুন জ্যোতিষীর মত
১৪ ডিসেম্বর সন্ধ্যা ৪টে ৫৮ মিনিটে মার্গশীর্ষ পূর্ণিমা বা অগ্রহায়ণ পূর্ণিমা তিথির সূচনা হবে। এটি অগ্রহায়ণ পূর্ণিমা নামেও পরিচিত। এই তিথি সমাপ্ত হবে ১৫ ডিসেম্বর দুপুর ২টো ৩১ মিনিটে। এমন পরিস্থিতিতে রবিবার পূর্ণিমা তিথির ব্রত পালন করা হবে। এই দিনে বেশ কিছু কাজ করলে মিলবে সুফল ।এছাড়াও এই দিনে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করলে জীবনে সুখ-শান্তির আগমন ঘটে।
advertisement
জ্যোতিষবীদ কৌশিক শাস্ত্রী জানাচ্ছেন, এই তিথিতে ভোর ৫টা ১৭ মিনিট থেকে সকাল ৬টা ১২ মিনিট পর্যন্ত পবিত্র নদীতে স্নানের শ্রেষ্ঠ সময়। এর পর সকাল ১১টা ৫৬ মিনিট থেকে দুপুর ১২টা ৩৭ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে। এই সময় স্নান ও দান কর্ম করলেও সুফল পাবেন। উল্লেখ্য অগ্রহায়ণ পূর্ণিমার দিনে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে চন্দ্রোদয় হবে।
advertisement
ধর্মীয় ধারণা অনুযায়ী মার্গশীর্ষ পূর্ণিমার দিনে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করলে জীবনে সুখ-শান্তির আগমন ঘটে। এ ছাড়াও ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ও ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করে। আবার এই তিথিতে সন্ধ্যাবেলা চন্দ্র অর্ঘ্য দিলে কোষ্ঠীতে উপস্থিত চন্দ্র দোষ দূর হয় ও চন্দ্রমা মজবুত হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement