বিধায়ককে বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি। তিনি এখনও নিজের বাড়িতেই রয়েছে। তৃণমূল কংগ্রেসের ১৮ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর প্রদীপ কল্যানী জানিয়েছেন, আচমকাই বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ঢুকে পড়ে। বাড়ি থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন: জারে কী? প্রশ্ন করল বিএসএফ! ফেলে দৌড় বাংলাদেশে, যা মিলল, চোখ কপালে উঠল সকলের
advertisement
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে অভিযোগ কৃষ্ণ কল্যাণীর ভাই প্রদীপ কল্যাণীর। জানা যায়, ইডি অফিসাররা এদিন কালিয়াগঞ্জে কৃষ্ণকল্যাণীর ব্যবসায়ী পার্টনার রাজু মুদ্রার বাড়িতেও হানা দেয়।
আরও পড়ুন: অনুব্রত মণ্ডলের এই অবস্থার জন্য কে দায়ী? মীনাক্ষী যা বললেন, তুঙ্গে উঠল শোরগোল
এছাড়া কালিয়াগঞ্জের বাঘন বটতলীতে কৃষ্ণ কল্যাণীর অপর এক ব্যবসায়ী পার্টনারের বাড়িতেও হানা দেয় ইডি।
----পিয়া গুপ্তা