সূত্রের খবর, গরু পাচারের অভিযোগে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত সাগরদিঘি থানা এলাকার দুজনকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ।
আরও পড়ুন: জামাইষষ্ঠীর নতুন ‘জামাই’…! কলকাতায় বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা বিদ্যার্থী!
জানা গিয়েছে, গতকাল রাতে রাণীগঞ্জ – মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে লরিতে কয়লা পাচার করার সময় কয়লা ভর্তি লরি বাজেয়াপ্ত করে পুলিশ। আটক লরি থেকে সবমিলিয়ে ২৪ টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করা হয়।
advertisement
অন্যদিকে রামপুরহাট-ঝাড়খণ্ড রাস্তার সুরিচুয়ার কাছ থেকে এরাজ্যে নিয়ে আসার সময় একটি গাড়িতে ৯ টি গরু পাচার হচ্ছিল বলে অভিযোগ। সেই পাচারের অভিযোগেই দুই গরু পাচারকারীকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ। ধৃত দুজনার মধ্যে একজনের নাম কেষ্ট মণ্ডল। অপরজনের নাম নূর জামাল সেখ। আর এই নাম উঠতেই জেলায় নতুন করে ওঠে জল্পনা।
গরু পাচারের অপরাধে ধৃত এই ব্যক্তির নাম আর গরু পাচার মামলায় বর্তমানে জেলবন্দি তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডলের নাম মিলে যাওয়াতেই শুরু হয়েছে তুমুল চর্চা। ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।