এ দিন সকাল থেকেও ধর্মতলা, দিঘা, দুর্গাপুর, বর্ধমান, সিউরি, বাঁকুড়া, পুরুলিয়ার মতো এসবিএসটিসি-র ডিপোগুলিতে অস্থায়ী কর্মীরা কাজে যোগ দেননি৷ ফলে সংস্থার অধিকাংশ বাসই ছাড়তে পারেনি৷ বাস ধরতে এসে ডিপোতেই অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের৷ কলকাতা থেকে জেলা, সর্বত্র ছবিটা একই৷
স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবিতে গত ২০ সেপ্টেম্বর থেকে কর্মবিরতি শুরু করেন আইএনটিটিইউসি সমর্থিত অস্থায়ী শ্রমিকরা৷ যার জেরে মুখ থুবড়ে পড়ে এসবিএসটিসি-র বাস পরিষেবা৷ শুধুমাত্র স্থায়ী কর্মীদের দিয়ে কিছু সংখ্যক বাস চালানো হয়৷
advertisement
আরও পড়ুন: হলদিয়ায় পুকুরে পড়ল যাত্রী বোঝাই বাস, চলছে উদ্ধারকাজ
পুজোর মুখে অনেকেই এসবিএসটিসি-র বাসে করে এক জেলা থেকে অন্য জেলায় যান৷ বাড়ি ফেরা হোক বা ঘুরতে যাওয়া- যাত্রীদের বড় ভরসা দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের বাস৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সরকারি বাস পরিষেবাও এসবিএসটিসি-র উপরে নির্ভরশীল৷ ফলে জেলাগুলিতে যাত্রী ভোগান্তি চরমে ওঠে৷
পরিস্থিতি সামাল দিতে গতকালই অস্থায়ী কর্মীদের মাসে ২৬ দিন করে কাজ দেওয়ার দাবি মেনে নেন পরিবহণমন্ত্রী স্লেহাশিস চক্রবর্তী৷ সেই ঘোষণাও করেন তিনি৷ পাশাপাশি ছুটি সহ অন্যান্য দাবি নিয়ে পুজোর পরে আলোচনায় বসার আশ্বাসও দেন তিনি৷ একই সঙ্গে পরিবহণমন্ত্রী হুঁশিয়ারি দেন, এর পরেও আন্দোলন প্রত্যাহার না করলে যে ফ্র্যাঞ্চাইজিগুলির মাধ্যমে এই অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হয়েছিল, সেগুলিকেই বাতিল করে দেওয়া হবে৷
পরিবহণমন্ত্রী নরমে- গরমে বার্তা দেওয়ার পরেও অবশ্য নিজেদের অবস্থানেই অনড় থেকেছেন আন্দোলনকারী অস্থায়ী কর্মীরা৷ এ দিন সকাল পর্যন্ত কোনও ডিপোতেই কাজে যোগ দেননি তাঁরা৷ এ দিন পরিস্থিতির বদল হয় কি না, সেটাই দেখার৷