বর্তমানে মুর্শিদাবাদের বিভিন্ন দোকানে চলছে বাঁক তৈরি। যা বিক্রি করে লাভবান হচ্ছেন বিক্রেতারা। ১৫০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত ব্যয়ে বিক্রি করা হচ্ছে এই বাঁক। ঘুমর থেকে আরম্ভ করে ত্রিশূল দিয়ে সাজানো হয়। যার ফলে যে যেমন ভাবে সাজিয়ে তোলে তার সেই রকম দাম পড়ে। তবে এই শ্রাবণ মাসে বাঁক তৈরি করে লাভবান হচ্ছেন বিক্রেতারা। মনে করা হয় যাতে ভগবান শিব প্রসন্ন হন এবং ভক্তদের মন কামনা পূরণ করেন।
advertisement
শ্রাবণ মাস শুরু হয়েছে গতকাল থেকেই। আগামী সোমবার শ্রাবণের প্রথম সোমবার। তাই সারা মাস জুড়ে জোর কদমে চলবে বাঁক তৈরি। কেউ বা রওনা দেবেন তারকেশ্বর। কেউ বা জল ঢালতে যাবেন নিজের জেলাতেই। তাই এখন বাঁক কিনতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন এখন দোকানে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও বিক্রেতারা জানান, এবছর বাজার মোটামুটি হারে বিক্রি হচ্ছে। বাঁক তৈরি করতে ১৫০ থেকে ১০০০ টাকা পর্যন্ত খরচ পড়ে। যেমন যে রকম বাঁক সাজাতে চাইছেন তার সেই রকম দাম পড়ে। তবে ক্রেতারা জানান, অন্যান্য বছরের থেকে এবছর দাম অনেকটাই বেশি। ফলে দ্রব্যমূল্য বাজারের মধ্যেই জল ঢালার জন্য সাধ্য না থাকলেও সাধের উপায় বের করেই ক্রয় করতে হচ্ছে এই বাঁক।
কৌশিক অধিকারী