TRENDING:

Sawan 2024: শিবের মাথায় জল ঢালতে যাওয়ার সময় পিষে দিল বেপরোয়া লরি! ঘটনাস্থলেই শেষ দু'জন

Last Updated:

Sawan 2024: রবিবার রাতে ২১ জন অল্পবয়সী যুবক শুশুনিয়া থেকে জল আনতে গিয়েছিলেন। রাস্তার ধারে টিফিন করার সময় ছাতনা জল ট্যাঙ্কির কাছে হঠাৎই এক বেপরোয়া লরি ঝড়ের বেগে ছুটে এসে ধাক্কা মারে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার সময় ঘটল মর্মান্তিক ঘটনা। রবিবার রাতে সাড়ে দশটা নাগাদ ছাতনার হাটগ্রামের কাছে শিবভক্তদের একটি দলকে এসে ধাক্কা মারে বেপরোয়া লরি। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়, আরও সাতজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ২১ জন অল্পবয়সী যুবক শুশুনিয়া থেকে জল আনতে গিয়েছিলেন। রাস্তার ধারে টিফিন করার সময় ছাতনা জল ট্যাঙ্কির কাছে হঠাৎই এক বেপরোয়া লরি ঝড়ের বেগে ছুটে এসে ধাক্কা মারে ওই পুন্যার্থীদের দলটিকে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় এবং সাতজন‌ গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্য থেকে পাঁচজন ভর্তি রয়েছেন দুর্গাপুর মিশন হাসপাতালে। বাকি দু’জন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি।

advertisement

আর‌ও পড়ুন: সুন্দরবনের মৎস্যজীবীদের আয় বাড়াতে প্রশিক্ষণ

লরির ধাক্কায় মৃত দুই যুবকের নাম তনুময় দত্ত এবং বিশাল দত্ত। মৃত এবং আহতদের প্রতিবেশী গণেশ কুণ্ডু জানান, প্রায় ১৪ জনের একটি দল হাটো গ্রাম থেকে শুশুনিয়া এসেছিল জল নিতে। সেই জল হাটগ্রাম শিব মন্দিরে নিয়ে গিয়ে শিবের মাথায় ঢালার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু ভাগ্যের পরিহাসে সবকিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। ঘটনাটি ঘটেছে রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে। প্রতিবেশী থেকে পরিবার-পরিজন কেউই বিষয়টা বিশ্বাস করতে পারছেন না। এদিকে পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sawan 2024: শিবের মাথায় জল ঢালতে যাওয়ার সময় পিষে দিল বেপরোয়া লরি! ঘটনাস্থলেই শেষ দু'জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল