। বিজেপি সাংসদের কথায়, ''রাজ্যে ২৩ টি জেলা ভেঙে ৪৬ টি জেলা করা হলে কেন আমরা আলাদা জঙ্গলমহল রাজ্য চাইব না। কলকাতা যেভাবে জঙ্গলমহলকে সবদিক থেকে বঞ্চিত করে চলেছে, তাতে আমি জঙ্গলমহল রাজ্যের দাবির পক্ষে সহমত।''
উত্তরবঙ্গ পৃথক রাজ্যের দাবিতে এর আগেও একাধিক বার সরব হয়েছিলেন বিজেপি নেতারা। সেই সময়ই একাধিক বার জঙ্গলমহল ইস্যুটিও সামনে এসেছে। এবার স্পষ্ট করেই সেই দাবি তুললেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এ প্রসঙ্গে তিনি বলেন, ''এ ব্যাপারে আমি কেন্দ্রের কাছে দাবি জানাব।'' সোমবার বিজেপির বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এভাবেই রাজ্য ভাগের পক্ষে সওয়াল করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
advertisement
সৌমিত্র খাঁ এদিন বলেন, ''আমাদের এলাকার বালি, পাথর নিয়ে কলকাতায় বাবুদের বাড়ি গড়ে তোলা হচ্ছে। আর বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও আসানসোল জেলার স্থানীয় মানুষেরা দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন। বাঁকুড়া, পুরুলিয়ার মানুষেরা চাকরি পাচ্ছে না।''
আরও পড়ুন: অর্জুন দল ছাড়তেই আশঙ্কা, তড়িঘড়ি বড় সিদ্ধান্ত বিজেপির! যা হতে চলেছে...
এরপরই সৌমিত্রের সংযোজন, ''এই অবস্থায় রাঢ়বঙ্গকে পশ্চিমবঙ্গের মধ্যে রাখার কোনও মানে হয় না। তাই রাঢ় বাংলাকে আলাদা রাজ্য করার কথা চিন্তা ভাবনা করা প্রয়োজন।'' সাংসদ সৌমিত্র খাঁ এদিন বলেন, ''বাঁকুড়া, পুরুলিয়া,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও আসানসোলকে নিয়ে আলাদা জঙ্গলমহল রাজ্য গঠিত হলে আমরা এই এলাকার মানুষকে আরও ভালো পরিষেবা দিতে পারব।''
আরও পড়ুন: চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা, প্রতারকের সঙ্গে যা হল মেদিনীপুরে...
যদিও সৌমিত্রের দাবি নিয়ে তালড্যাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, ‘‘এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। বিজেপি রাজ্য ভাগ করার পক্ষে। বিজেপি অনেকদিন ধরেই এ রাজ্যকে ভাগ করার চক্রান্ত করছে। বিজেপি নেতারাও যাই বলুক, জঙ্গলমহলের মানুষ চান না রাজ্য ভাগ হোক।''