বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ-কে একেবারে অন্য রূপে দেখা যায়। ধুতি পরে সাংসদকে ক্লাবের মাঠে ক্রিকেট খেলতে দেখা যায়। পরনে ধুতি পরে হাতে ক্রিকেটের ব্যাট নিয়ে বেশ কিছু ছক্কাও হাঁকান সাংসদ সৌমিত্র খাঁ।
আরও পড়ুন: কিং কোবরা কতটা গতিতে মানুষকে তাড়া করতে পারে জানেন? সাপের গতি জানলে ঘাম ছুটবে আপনার!
advertisement
এককথায় ধুতি পরে শরীরচর্চায় মাতলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ’। উল্লেখ্য বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, হঠাৎ করেই কোতুলপুর বিবেকানন্দ মাঠে হাজির হন এবং বিবেকানন্দ ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন।
খবর আসে বিবেকানন্দ ক্লাবের মাঠে স্টেডিয়াম করার প্রতিশ্রুতি দেন সাংসদ। তিনি বলেন, “এই মাঠে আমি স্টেডিয়াম করে দেব চার মাসের মধ্যে, স্টেডিয়ামের কাজ চালু করে দেব।” বেশ কিছুক্ষণ বিবেকানন্দ মাঠে ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। কথা বলেন স্টেডিয়াম কীভাবে তৈরি হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করেন। এবং সাংসদ বিবেকানন্দ মাঠটি ঘুরে পরিদর্শন করেন কীভাবে স্টেডিয়াম করলে ভাল হয়।
তবে এই মাঠে স্টেডিয়াম হবে শুনে, খুবই খুশি ক্লাব কর্তৃপক্ষরা। তাঁরা বলেন যে, ‘আমাদের দীর্ঘদিনের আশা ছিল। কোতুলপুরবাসী চান যে, কোতুলপুরে একটা স্টেডিয়াম হোক। সেই আশা পূরণ করতে চলেছেন সাংসদ, এতে আমরা খুবই খুশি।’
নীলাঞ্জন ব্যানার্জী